Mahakumbha 2025

শেষমুহূর্তে মহাকুম্ভের অনুষ্ঠান বাতিল! আগাম প্রস্তুতি নিয়েও পুণ্যভূমি অধরা ইমনের

প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন। নিজেকে পোশাকশিল্পী অভিষেক রায়ের পোশাকে সাজাবেন, ঠিক করেছিলেন। সব বৃথা!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:১৮
Share:
মহাকুম্ভে ইমন চক্রবর্তীর অনুষ্ঠান স্থগিত।

মহাকুম্ভে ইমন চক্রবর্তীর অনুষ্ঠান স্থগিত। ছবি: ইনস্টাগ্রাম।

মহাকুম্ভে অনুষ্ঠান করতে পারলেন না ইমন চক্রবর্তী। ৩১ জানুয়ারি, শুক্রবার গায়িকার অনুষ্ঠান করার কথা ছিল। পোশাকশিল্পী অভিষেক রায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, পদপিষ্টের মতো দুর্ঘটনার কারণে শেষমুহূর্তে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। গায়িকাও তাই যাচ্ছেন না।

Advertisement

প্রায় এক মাস আগে থেকে মহাকুম্ভ ২০২৫-এর প্রস্তুতি শুরু করেছিলেন গায়িকা। অভিষেক জানিয়েছিলেন, গেরুয়া বসনে সাজবেন তিনি। শাড়ির পাড়ে লেখা থাকবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। পোশাকশিল্পীর আক্ষেপ, “শাড়ি, পোশাক, তার সঙ্গে মানানসই গয়না— সব তৈরি ছিল। কেবল অনুষ্ঠানের অপেক্ষা। সেটাই আর হল না।” অনুষ্ঠান বাতিলের নেপথ্য কারণ পদপিষ্ট হওয়ার মতো সাম্প্রতিক ঘটনা। যার জেরে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বন্ধ।

গায়িকার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তাঁকে ফোনে পাওয়া যায়নি। প্রসঙ্গত, এ বছর আরও একটি প্রিয় অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ইমন। লিলুয়ায় আট বছর ধরে মায়ের স্মৃতিতে বসন্ত উৎসবের আয়োজন করেন তিনি। এক মঞ্চে অনেক শিল্পীসমাগম ঘটে। এ বছর সেটিও করছেন না। কারণ হিসেবে জানিয়েছেন, পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠান হলেও শিল্পীদের গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছিল, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছিল। কিছু সংখ্যক লিলুয়াবাসী এই অসভ্যতা করছিলেন। যার জেরে এ বছর বসন্ত উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement