shikhar dhawan

নিভৃতবাসে যাওয়ার আগে সঙ্গীতচর্চা করে নিলেন শিখর ধওয়ন, দেখুন ভিডিয়ো

কিছুদিন পরেই নিভৃতবাস পালন করতে ঢুকে পড়তে হবে মুম্বইয়ের হোটেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২১ ২১:১৮
Share:

শিখর ধওয়ন। ফাইল ছবি

আর কিছুদিন পরেই নিভৃতবাস পালন করতে ঢুকে পড়তে হবে মুম্বইয়ের হোটেলে। তার আগে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন শিখর ধওয়ন। সেই ফাঁকে সেরে নিচ্ছেন সঙ্গীতচর্চাও। শুক্রবার ফের বাঁশি হাতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের গব্বরকে।

Advertisement

নিজের বাড়ির বারান্দায় বসে বাঁশি বাজাতে দেখা গিয়েছে ধওয়নকে। সঙ্গে দেখা গিয়েছে ব্যালকনির সামনে সবুজের সমাহার। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে ধওয়ন লিখেছেন, “মনের শান্তি এবং ইতিবাচক থাকার জন্যেই তো সঙ্গীত। আপনারা বুঝতে পারছেন আমি কোন গান বাজাচ্ছি?”

অনুরাগীরা বুঝতে সময় নেননি। প্রয়াত জগজিৎ সিংহের ‘হোঁটো সে ছুঁ লো তুম’ গানটিই বাঁশির সুরে তুলেছেন ধওয়ন। ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। এক ঘণ্টার মধ্যেই তা দেখে ফেলেছেন ৯০ হাজার দর্শক। এই প্রতিবেদন লেখার সময় দর্শকসংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement