shikhar dhawan

Shikhar Dhawan: বিবাহ বিচ্ছেদ ভারতীয় দলের ক্রিকেটারের, জানালেন তাঁর স্ত্রী

২০১২ সালে মেলবোর্নে আয়েশা-ধবনের বিয়ে হয়। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ০০:২৭
Share:

শিখর ধবনের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা ফাইল চিত্র

বিবাহবিচ্ছেদ হল শিখর ধবনের। তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে ঘোষণা করেন বিবাহ বিচ্ছেদের কথা। ন’বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের কথা জানালেন এই দম্পতি। ২০১২ সালে মেলবোর্নে আয়েশা-ধবনের বিয়ে হয়। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে।

Advertisement

আবেগঘন পোস্টে আয়েশা লিখেছেন, ‘আমার মনে হয়েছিল বিচ্ছেদ একটা খুব খারাপ শব্দ। আমার দ্বিতীয় বার বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হয় না। প্রথম বার বিয়ে ভাঙার সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হয়েছিল। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হত তখন।’

তিনি আরও লেখেন, ‘দ্বিতীয় বার এই ভয় আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, দ্বিতীয়বারও আমি পারলাম না। বিয়ে, সম্পর্ক আমার কাছে এসবের মানে কী?’

Advertisement

বিচ্ছেদ নিয়ে এখনও কিছু জানাননি ভারতীয় দলের ওপেনার।

কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে ৬টি সীমিত ওভারের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement