রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
সকলকে অবাক করে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টেই পরেই এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। অশ্বিনের এই সিদ্ধান্ত মানতে পারছেন না ছোটবেলার কোচ সুনীল সুব্রহ্মণ্যম। তাঁর মতে, সামনে দেশের মাটিতে ১২টি সিরিজ় রয়েছে। সে কথা ভাবা উচিত ছিল অশ্বিনের। যদিও ছাত্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি। অশ্বিনের পাশে দাঁড়াতে টেনে এনেছেন মহেন্দ্র সিংহ ধোনির নাম।
অশ্বিনের অবসরের সিদ্ধান্ত টেলিভিশনের পর্দাতেই দেখেছেন সুনীল। আগে থেকে কিছুই জানতেন না তিনি। সুনীল বলেন, “অশ্বিনের অবসরের সিদ্ধান্তে আমি অবাক। ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে দেশের মাটিতে ১২টা সিরিজ় আছে। সেটা ও ভাবতে পারত। ওর মতো ম্যাচ উইনারকে ভারতের দরকার ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার আগে অশ্বিন আমাকে কিছু বলেনি। সিরিজ়ের মাঝেও কিছু বলেনি। তাই আমি আরও অবাক হয়েছি।”
অনিল কুম্বলের পর ভারতের স্পিন আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন অশ্বিন। কিন্তু এর পরে আর কাউকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে সুনীলের। তিনি বলেন, “কুম্বলে অবসর নেওয়ার পর সকলে ভেবেছিল, ওর মতো আর কাউকে পাওয়া যাবে না। অশ্বিন সেই দায়িত্ব নিয়েছে। ভারতকে অসংখ্য সিরিজ় জিতিয়েছে। কিন্তু এ বার কে? আশা করছি কেউ উঠে আসবে। কিন্তু সেটা সহজ নয়। এত বছর ধরে টানা পারফর্ম করা কঠিন।”
সিরিজ়ের মাঝে এ ভাবে অবসর নিয়ে কি ঠিক করেছেন অশ্বিন? অনেকে অনেক রকম কথা বলছেন। কিন্তু সুনীল অশ্বিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “এটা অশ্বিনের সিদ্ধান্ত। ওর যে সময় মনে হয়েছে সেই সময় অবসর নিয়েছে। ও নিশ্চয় এই নিয়ে ভেবেছে। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝেই তো ধোনিও অবসর নিয়েছিলেন। অশ্বিনও সেটাই করেছে। ঠিক বা ভুল যা-ই হোক ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।”
অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। চেন্নাইয়ে তাঁকে স্বাগত জানিয়েছে তাঁর পরিবার। অশ্বিনও জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তাঁর মধ্যে এখনও ক্রিকেট বেঁচে আছে। তবে এর পরে শুধুমাত্র ক্লাব স্তরে খেলবেন তিনি।