ইংল্যান্ডের হারের কারণ বার করলেন গাওস্কর। —ফাইল চিত্র
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে ভাবেইনি ইংল্যান্ড। জো রুটদের চিন্তায় ছিল অ্যাশেজ। সেই কারণেই সিরিজ হারার মুখে তাঁরা। এমনটাই মনে করছেন সুনীল গাওস্কর।
একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, “ম্যাঞ্চেস্টারে চাপে থাকবে রুটরা। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এটা মানসিক ভাবে এগিয়ে দেবে কোহলীদের। ইংল্যান্ড দল এবং ওদের মিডিয়ার বড় ভুল, ওরা অ্যাশেজ নিয়ে বেশি চিন্তা করছিল। সেটা কী ভাবে খেলবে তাই নিয়ে আলোচনা করছিল।”
১৫৭ রানের ব্যবধানে ভারতের কাছে হারতে হয় ইংল্যান্ডকে। ৫০ বছর পর ওভালে ভারতের কাছে হেরে যায় তারা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের পরের টেস্ট যুদ্ধই অ্যাশেজ। গাওস্কর বলেন, “ওদের ভারত নিয়ে ভাবা উচিত ছিল। সেটাই আগে ছিল। ভারতীয় দলকে ছোট করে দেখেছে ওরা। তারই দাম দিতে হচ্ছে ইংল্যান্ডকে।”