ছন্দে: শেফালির দল জিতল। রান পেলেন রিচাও (নীচে)। ছবি টুইটার।
মেয়েদের বিগ ব্যাশ লিগে ব্যাটে ও বলে দাপট দেখালেন ভারতীয় মেয়েরা। রবিবার হোবার্ট হারিকেন্সের হয়ে ৫০ বলে ৫৭ রান করে সিডনি সিক্সার্সের পাঁচ উইকেটে জয় আনতে বড় ভূমিকা নিলেন শেফালি বর্মা। ম্যাচের সেরাও তিনি। সিডনির দলটির হয়ে ৩১ রানে দু’উইকেট নেন রাধা যাদব। হোবার্টের দলটির হয়ে তিনটি বিশাল ছক্কা ও একটি চার সহযোগে ৪৬ বলে ৪৬ রান করেন বাংলার মেয়ে রিচা ঘোষও। তিনি আউট হন রাধার বলেই। যদিও শেষ পর্যন্ত রিচাকে হেরেই মাঠ ছাড়তে হয়েছে। প্রথম ম্যাচেও রান পেয়েছিলেন রিচা। তবে সেই ম্যাচেও হারতে হয়েছিল তাঁদের।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে হোবার্ট হারিকেন্স করেছিল ১২৫-৯। জবাবে ১৯.৩ ওভারে ১২৯-৫ রান তুলে খেলা শেষ করে দেয় সিডনি সিক্সার্স। অন্য ম্যাচে, পারথ স্কর্চার্সের বিরুদ্ধে ব্রিসবেন হিটসের হয়ে তিন ওভারে ২৫ রানে দু’উইকেট নেন পুনম যাদব। ভারতীয় এই লেগস্পিনার প্যাভিলিয়নে ফেরান বেথ মুনি (৪০) এবং হেদার গ্রাহামকে (৬)। এই ম্যাচ নির্ধারিত ২০ ওভার শেষ হয় অমীমাংসিত ভাবে। তার পরে এক ওভারের এলিমিনেটর ম্যাচে জেতে পারথ স্কর্চার্স। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৭-৭ করেছিল পারথ স্কর্চার্স। জবাবে ব্রিসবেন হিটসও করে ১৩৭-৯।
হোবার্ট বনাম সিডনির ম্যাচে শেফালি ছাড়া তাঁর দলের হয়ে বড় রান করেন অধিনায়ক এলিস পেরি। ৩৩ বলে ২৭ রান করেন তিনি। হোবার্টের হয়ে রিচা ছাড়া ১৬ বলে ২২ রান করে নজর কাড়েন সাশা মলোনি।