SC East Bengal

থাকল মশাল, লাল-হলুদ রংও, সামনে এল এসসি ইস্টবেঙ্গলের নতুন লোগো

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১৩:০৩
Share:

এসসি ইস্টবেঙ্গলের নয়া লোগো। ছবি সৌজন্যে: আইএসএল

এসসি ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার কথা ঘোষণা হয়েছিল আগেই। এ বার ক্লাবের নতুন নাম এবং লোগো প্রকাশ করলেন আইএসএল কর্তৃপক্ষ। নতুন লোগোতে ইস্টবেঙ্গলের ঐতিহ্য মেনে রইল মশাল। লাল-হলুদ রংও পাল্টানো হয়নি। যদিও এখন থেকে শুধু ইস্টবেঙ্গল নয়, আইএসএলে নথিভুক্ত হল এসসি ইস্টবেঙ্গল। সেই নামই দেখা যাচ্ছে লোগোতে।

Advertisement

ক্লাবের স্পনসরের তরফে শ্রী সিমেন্টের কর্তা হরিমোহন বাঙুর বলেন, “ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে এক নতুন পথ চলা শুরু হল। নতুন লোগোতে নিজেদের দেখতে পেরে আমরা খুশি। ক্লাবের ঐতিহ্য আমরা বয়ে নিয়ে যেতে পারব আশা করছি।”

ইতিমধ্যেই গোয়া পৌঁছে গিয়েছেন লাল-হলুদের নতুন কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। সঙ্গে এসে গিয়েছেন সাপোর্ট স্টাফরাও। ভারতীয় ফুটবলাররাও কালই চলে গিয়েছেন গোয়াতে। সেখানেই এ বারের ১১ দল নিয়ে হবে আইএসএল। এটিকে-মোহনবাগান ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিলেও, এসসি ইস্টবেঙ্গলকে আপাতত থাকতে হবে আইসোলেশনে।

Advertisement

আরও পড়ুন: সাত বছর পরে ফের আই লিগে মহমেডান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement