East Bengal

SC East Bengal: বাড়ছে জটিলতা, দূরত্ব, এসসি ইস্টবেঙ্গলের নেটমাধ্যমে কোপ বসাল শ্রী সিমেন্টস

ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার আগে শ্রী সিমেন্টসের সঙ্গে হাত মেলায় ইস্টবেঙ্গল ক্লাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২৩:১৪
Share:

—ফাইল চিত্র

বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি পত্রে সই করা নিয়ে জটিলতা বড় আকার নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গলে। তার ইঙ্গিত দিয়ে নেটমাধ্যমে ক্লাবের সমস্ত কাজ বন্ধ করে দিল শ্রী সিমেন্টস। মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার আগে শ্রী সিমেন্টসের সঙ্গে হাত মেলায় ইস্টবেঙ্গল ক্লাব। তার পর থেকেই নেটমাধ্যমের সব রকম দায়িত্ব চলে যায় শ্রী সিমেন্টসের হাতে। ইস্টবেঙ্গলের নিজস্ব পাতা ফেসবুকে থাকলেও সব রকম কাজ এসসি ইস্টবেঙ্গলের পাতা থেকেই হতো এত দিন। এ বার সেই জায়গায় ভাঙন ধরল।

মঙ্গলবার শ্রী সিমেন্টের পক্ষ থেকে আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাবকে আগে চুক্তিপত্রে সই করতে হবে, তারপর আলোচনা হবে। চুক্তিপত্রে সই না হলে বিনিয়োগকারী সংস্থা একটা পয়সাও খরচ করবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement