SC East Bengal

SC East Bengal: আইএসএল-এর আগে ছন্দে লাল-হলুদ, গোকুলামকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের

প্রথমার্ধের শুরুর দিকে কোনও দলই ভাল সুযোগ তৈরি করতে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৯:৩০
Share:

এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা টুইটার

তৃতীয় প্রস্তুতি ম্যাচেও জিতল এসসি ইস্টবেঙ্গল। আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি-কে ২-১ গোলে হারাল এসসি ইস্টবেঙ্গল। বুধবার দুপুরে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী।

Advertisement

প্রথমার্ধের শুরুর দিকে কোনও দলই ভাল সুযোগ তৈরি করতে পারেনি। দু’দলই মূলত মাঝমাঠ দখলের লড়াই চালাতে থাকে। ৪০ মিনিটে বিকাশ জাইরুর কর্নার থেকে হেডে গোল করেন বলবন্ত সিংহ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে এসসি ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন আঙ্গুসানা। দারুণ ভাবে বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন আন্তোনিয়ো পেরোসোভিচ। দুই ডিফেন্ডারকে আড়াল করে শট করেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড। গোলরক্ষক সেই শট বাঁচালেও ফিরতি বল গায়ে লাগিয়ে গোল করেন আঙ্গুসানা।

৭৯ মিনিটে ব্যবধান কমান ঘানার স্ট্রাইকার রহিম ওসমানু। প্রথমে ভাস্কোর বিরুদ্ধে জেতার পর সালগাঁওকরকে হারিয়ে গোকুলামের বিরুদ্ধে খেলতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। তৃতীয় ম্যাচেও জিতল তারা।

Advertisement

দলের খেলায় খুশি স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। তিনি বলেন, ‘‘দারুণ লেগেছে প্রথমদিন খেলে। জয়টা খুব গুরুত্বপূর্ণ। সেটা এসেছে আর এটাই বড় কথা। যে যে জায়গায় ভুল হয়েছে সে গুলো আমরা ঠিক করার চেষ্টা করব। আইএসএল শুরু হতে যথেষ্ট সময় হাতে রয়েছে। এই সময়ের মধ্যে নিজেদের আরও তৈরি করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement