PSG

UCL 2021-22: আট ম্যাচে ৩৫ গোল, বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসি, সালাহদের জাদু

স্পোর্টিং ক্লাব অব পর্তুগাল ৪-১ গোলে হারিয়ে দিয়েছে বেসিকটাসকে। এফ সি পোরতো হারিয়ে দেয় এসি মিলানকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৫:২৩
Share:

পিএসজি-র হয়ে জোড়া গোল করেন লিয়োনেল মেসি। ছবি: টুইটার থেকে

আট ম্যাচে ৩৫টি গোল। বুধবার রাতে এমনই কাণ্ড ঘটল চ্যাম্পিয়ন্স লিগে। ৩-২ ব্যবধানে পিএসজি, লিভারপুলের জয়। পাঁচ গোল করে ছন্দে ম্যাঞ্চেস্টার সিটিও।

পিএসজি-র হয়ে জোড়া গোল করেন লিয়োনেল মেসি। ৯ মিনিটের মাথায় গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। ২৮ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন লিপজিগের আন্দ্রে সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান নর্ডি মুকিয়েলে। ১০ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন মেসি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটিও করেন তিনিই। ৩-২ ব্যবধানে জেতে পিএসজি।

Advertisement

৫-১ গোলে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। রিয়াদ মাহরেজ দু’টি গোল করেন। গোল করেছেন জোয়াও ক্যান্সেলো, কাইল ওয়াকার এবং কোল পালমার। ক্লাব ব্রাজের হয়ে এক মাত্র গোলটি করেন হান্স ভানাকেন।

লিভারপুল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে জয় পেলেন মহম্মদ সালাহরা। দু’টি গোল করেন লিভারপুলের স্ট্রাইকার। আট মিনিটের মাথায় প্রথম গোল করেন সালাহ। ৭৮ মিনিটে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। ২০ এবং ৩৪ মিনিটে দু’টি গোল করেছিলেন অ্যাটলেটিকোর অ্যাঁতোয়া গ্রিজম্যান। লিভারপুলের হয়ে তৃতীয় গোল করেন নেবি কেইটা। ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে লিভারপুল।

Advertisement

স্পোর্টিং ক্লাব অব পর্তুগাল ৪-১ গোলে হারিয়ে দিয়েছে বেসিকটাসকে। এফ সি পোরতো হারিয়ে দেয় এসি মিলানকে। ১-০ গোলে জেতে পোরতো। আয়াক্সের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছে ডর্টমন্ড। রিয়াল মাদ্রিদ জিতেছে ৫-০ গোলে। তারা হারিয়ে দেয় শাখতারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement