Cricket

নিউজিল্যান্ডে এই দুই পেসারকে মিস করেছে ভারত, বলছেন মঞ্জরেকর

টেস্ট ম্যাচে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব মিলে ১৮টি উইকেট নেন। অন্য দিকে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসন ৩৪টি উইকেট নেন। গ্র্যান্ডহোমও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৬:৪৬
Share:

দুই পেসারের কথা বললেন মঞ্জরেকর। —ফাইল চিত্র।

টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের। দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, দু’জন পেসার দলে থাকলে তার সুবিধা নিতে পারত দল। কোন দুই পেসারের কথা বলেছেন মঞ্জরেকর?

Advertisement

টুইট করে তিনি লেখেন, “টেস্টে যে কন্ডিশন ছিল তাতে ভুবি ও চহার সাহায্য পেত। ওদের বোলিং স্টাইল কার্যকর হত নিউজিল্যান্ডে। বোলার হিসেবে গ্র্যান্ডহোম কতটা কার্যকর হয়েছে, সেটা তো দেখাই গিয়েছে।’’

টেস্ট ম্যাচে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব মিলে ১৮টি উইকেট নেন। অন্য দিকে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসন ৩৪টি উইকেট নেন। গ্র্যান্ডহোমও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

Advertisement

আরও পড়ুন: ফাইনালে বাংলার দুই ওপেনারকে কী করতে হবে? টিপস দিলেন দুই রঞ্জিজয়ী বঙ্গসন্তান

তাঁকে দেখার পরেই মঞ্জরেকরের মনে হয়েছে, ভুবনেশ্বর কুমার ও দীপক চহার নিউজিল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সুবিধা নিতে পারতেন। কিন্তু এই দুই ক্রিকেটার তো চোটের জন্য ছিটকে গিয়েছেন আগেই। পুরোদস্তুর সুস্থ হয়ে আইপিএল-এ চহার ফিরবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। রিকভারি সেশন শুরু করে দিয়েছেন ভুবি।

আরও পড়ুন: আইসিসি-র সেরা ব্যাটসম্যানের তালিকায় এক নম্বরে ১৬ বছরের শেফালি

এই দুই ক্রিকেটার নিউজিল্যান্ডে গেলে সুবিধা পেতেই পারত ভারত। কিন্তু চোটের জন্য ভুবি ও চহার ছিটকে যাওয়ায় তাঁদের বোলিংয়ের সুবিধা নিতে পারল না ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement