Sania Mirza

‘কালো হলে কেউ বিয়ে করবে না, মা হলে খেলা বন্ধ’, ছোটবেলায় এমনই শুনতে হয়েছে সানিয়াকে

২০১৮ সালে সন্তানের জন্ম দেন সানিয়া। ৩৪ বছরের টেনিস তারকা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ২০:৪১
Share:

ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে প্রতিবাদ জানালেন সানিয়া মির্জা। —ফাইল চিত্র

টেনিসে ডাবলসে এক সময় তিনি ছিলেন শীর্ষস্থানের অধিকারী। তাঁকেই শুনতে হয়েছিল কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে প্রতিবাদ জানালেন সানিয়া মির্জা।

Advertisement

নেটমাধ্যমে পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সানিয়ার বিভিন্ন অঙ্গভঙ্গি এবং তার সঙ্গে লেখা। প্রথমে লেখা, ‘একজন মেয়ে যখন খেলাকে তার পেশা হিসেবে বেছে নেয়, তখন তাকে কী কী শুনতে হয়। রোদ্দুরে ছেলেরা খেলে, তুমি রান্না শেখো। কালো হয়ে গেলে কে তোমায় বিয়ে করবে? পরিবার হলে তুমি খেলবে কী করে? সন্তান হলে তোমার খেলোয়াড় জীবন শেষ হয়ে যাবে’।

আগেও বহু বার মেয়েদের খেলার অধিকার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে সানিয়াকে। হায়দরাবাদের এই টেনিস তারকা শুধু ভারত নয়, বিশ্ব টেনিসের মঞ্চে উজ্জ্বল নাম। ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে সন্তানের জন্ম দেন সানিয়া। ৩৪ বছরের টেনিস তারকা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement