Sania Mirza

ছেলে, বোনকে নিয়ে যাওয়ার অনুমতি পেলেন সানিয়া, ঘাসের কোর্টে নামার জন্য তৈরি হচ্ছেন

সানিয়া জানিয়েছিলেন ২ বছরের শিশুকে রেখে তাঁর পক্ষে ইংল্যান্ডে যাওয়া সম্ভব নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২২:৪৩
Share:

সানিয়া জানিয়েছিলেন ২ বছরের শিশুকে রেখে তাঁর পক্ষে ইংল্যান্ডে যাওয়া সম্ভব নয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইংল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুত সানিয়া মির্জা। অপেক্ষা করছিলেন ছেলের ভিসা পাওয়ার। সেটাও পেয়ে গিয়েছেন তিনি। ৬ জুন নটিংহ্যাম ওপেন দিয়ে তাঁর ট্যুর শুরু করতে চাইছেন সানিয়া।

Advertisement

ইংল্যান্ডে বিভিন্ন টেনিস প্রতিযোগিতায় খেলার জন্য যাবেন ৬ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী (ডাবলসে)। তবে তাঁকে অনুমতি দিলেও সানিয়ার ২ বছরের ছেলে এবং তার দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তির যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। করোনার জন্য ভারত থেকে ইংল্যান্ড যাওয়ার ব্যাপারে বেশ কিছু কড়াকড়ি রয়েছে। সেই নিয়মেই প্রথমে অনুমতি দেওয়া হচ্ছিল না। ভারতীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেন সানিয়া। সেই আবেদনে সাড়া দিয়ে ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়।

সানিয়া জানিয়েছিলেন ২ বছরের শিশুকে রেখে তাঁর পক্ষে ইংল্যান্ডে যাওয়া সম্ভব নয়। সেখানে গিয়েও খেললেও তাঁর মনে শান্তি রাখা সম্ভব নয়। তাই ছেলেকে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। সেই অনুমতি পেয়ে গেলেন সানিয়া। সঙ্গে যাচ্ছেন তাঁর বোন আনম। সানিয়া যখন খেলবেন বা অনুশীলনে ব্যস্ত থাকবেন, তখন তাঁর ছেলের দেখভালের জন্য আনমকেও সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement