Sachin Tendulkar

সচিন, পাঠানের পর বদ্রিনাথ, পথ নিরাপত্তা সিরিজের আর এক ক্রিকেটার কোভিড-আক্রান্ত

দু’দিনে এই নিয়ে তিনজন কোভিডে আক্রান্ত হওয়ায় এই সিরিজ বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৪:৫২
Share:

কোভিডে আক্রান্ত বদ্রিনাথ। ফাইল ছবি

সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠানের পর এ বার সুব্রহ্মনিয়ম বদ্রিনাথ। ‘পথ নিরাপত্তা বিশ্ব সিরিজ’-এ অংশ নেওয়া আর এক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হলেন। গত দু’দিনে এই নিয়ে তিনজন কোভিডে আক্রান্ত হওয়ায় এই সিরিজ বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে।

Advertisement

নিজের টুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন বদ্রিনাথ নিজেই। লিখেছেন, “প্রয়োজনীয় সমস্ত সতর্কতা নিয়েছিলাম। নিয়মিত পরীক্ষা করাচ্ছিলাম। তারপরেও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। আপাতত যাবতীয় নিয়ম মেনে ঘরেই নিভৃতবাসে থাকব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যা যা মেনে চলার তা সবই মানব।”

ভারতে কোভিড বেড়ে চলার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ তিনটি ম্যাচ এবং একদিনের সিরিজ হয়েছে রুদ্ধদ্বারে। সেখানে রায়পুরে পথ নিরাপত্তা সিরিজ হয়েছে দর্শকভর্তি স্টেডিয়ামে। পাশাপাশি আয়োজকদের তৈরি করা জৈব সুরক্ষা বলয় নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement