সিরিজ জয়ের ট্রফি নিয়ে কোহলীরা। ছবি টুইটার
প্রথমে আইপিএল। তারপরে অস্ট্রেলিয়া সফর। শেষে ইংল্যান্ড সিরিজ। টানা তিনটি বড় প্রতিযোগিতা খেলতে প্রায় সাত মাস জৈব সুরক্ষা বলয়ে কাটিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যে ভাবে ছ্ন্দ ধরে রেখে জয় ছিনিয়ে নিয়েছেন, তার জন্য দলের ক্রিকেটারদের ‘মাথা নত করে’ কুর্নিশ জানালেন কোচ রবি শাস্ত্রী।
রবিবার ম্যাচের পর নেটমাধ্যমে বার্তা পোস্ট করেছেন শাস্ত্রী। সেখানেই তিনি লিখেছেন, “ছন্দ ধরে রেখে জীবনের অন্যতম সেরা একটা মরসুম কাটালে তোমরা। সব ফরম্যাট মিলিয়ে দুটো আলাদা গোলার্ধে বিশ্বের দুটো সেরা দলের বিরুদ্ধে যে রকম খেললে তার জন্য অনেক শুভেচ্ছা। মাথা নত করে অভিবাদন জানালাম।”
ক্রিকেটারদের লম্বা মরসুম অবশ্য এখানেই শেষ হচ্ছে না। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরেই ক্রিকেটাররা যে যার মতো আইপিএলের দলে ঢুকে পড়তে শুরু করেছেন। ৯ এপ্রিল শুরু আইপিএল। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে।