Fixed Deposit

আকর্ষণ হারাচ্ছে স্থায়ী আমানত! আগ্রহ বাড়ছে ঝুঁকির লগ্নিতে, বলছে স্টেট ব্যাঙ্কের রিপোর্ট

বাড়ছে মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও স্বল্প সঞ্চয়ে লগ্নির পরিমাণ। অর্থাৎ যেখানে বেশি সুদ মেলে, ঝুঁকি জেনেও সেখানেই বেশি টাকা রাখছেন মানুষ।

Advertisement

অঙ্কুর সেনগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৪
Share:

যেখানে বেশি সুদ মেলে, ঝুঁকি জেনেও সেখানেই বেশি টাকা রাখছেন মানুষ। —প্রতীকী চিত্র।

মূল্যবৃদ্ধি যুঝতে একটু বেশি রিটার্নের আশায় মানুষ যে ব্যাঙ্ক-ডাকঘরের প্রথাগত সঞ্চয়ের থেকে মুখ ঘুরিয়ে শেয়ার, মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন তা বোঝা যাচ্ছে বেশ কিছু বছর ধরেই। সেই পছন্দ বদলের ছবি আরও স্পষ্ট হল স্টেট ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে। যা বলছে, আমজনতার সঞ্চয়ের ঝুলিতে দ্রুত কমছে ব্যাঙ্কের আমানতের হার। বাড়ছে মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও স্বল্প সঞ্চয়ে লগ্নির পরিমাণ। অর্থাৎ যেখানে বেশি সুদ মেলে, ঝুঁকি জেনেও সেখানেই বেশি টাকা রাখছেন মানুষ। পছন্দের তালিকায় দ্রুত এগোচ্ছে বাড়ি, জমির মতো স্থাবর সম্পত্তিও।

Advertisement

রিপোর্ট বলছে, বিভিন্ন আর্থিক ক্ষেত্রের মধ্যে লগ্নির প্রবণতা সবচেয়ে বেশি বেড়েছে মিউচুয়াল ফান্ড, স্বল্প সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিতে। উল্লেখযোগ্য ভাবে কমেছে ব্যাঙ্কে স্থায়ী আমানত, রেকারিং ডিপোজ়িটে। ২০২০-২১ সালে মোট আর্থিক সঞ্চয়ের ৪৭.৬% ছিল ব্যাঙ্ক আমানত। তা ২০২২-২৩ অর্থবর্ষে কমে হয়েছে ৪৫.২%। ফান্ডে টাকা জমার অঙ্ক ৭.৬% থেকে বেড়ে ৮.৪%। পিএফ, স্বল্প সঞ্চয়ে ১২.৬% থেকে ১৩.৭%।

বিশেষজ্ঞদের একাংশের মতে, পিএফ বা স্বল্প সঞ্চয়ে এখনও স্থায়ী আমানত বা রেকারিঙের তুলনায় বেশি রিটার্ন মেলে। তাই তাতে আগ্রহ থাকছেই। তবে বছর দশেক আগেও ফান্ডে ১ শতাংশও সঞ্চয় হত না। এখন বিপুল বেড়েছে। আর্থিক বিশেষজ্ঞ নীলাঞ্জন দে বলেন, ‘‘এর থেকে স্পষ্ট ঝুঁকি থাকলেও, চড়া রিটার্নের আশায় মানুষ আরও বেশি করে বাজারমুখো হচ্ছেন। তাই শেয়ার ভিত্তিক ক্ষেত্রে লগ্নি বাড়ছে।’’ তবে এই প্রবণতায় ব্যাঙ্কের পুঁজি জোগাড়ে সমস্যা হবে বলেও জানান তিনি।

Advertisement

আবার ২০২০-২১ অর্থবর্ষে মানুষের মোট সঞ্চয়ের ৫১.৭% ছিল আর্থিক ক্ষেত্রে। ২০২২-২৩ সালে নেমেছে ২৮.৫%। সেই জায়গায় স্থাবর সম্পত্তিতে লগ্নি ৪৮% থেকে বেড়ে হয়েছে ৭১.৫%। মার্চেন্টস চেম্বারের অর্থনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান স্মরজিৎ মিত্র বলছেন, যে ভাবে আর্থিক লগ্নিতে সুদ কমছে ও ঝুঁকি বাড়ছে, তাতে সোনা, স্থাবর সম্পত্তিতেই বেশি ঝুঁকছেন সকলে। বিশেষত, উচ্চ আয়ের মানুষ। তারই প্রতিফলন দেখা যাচ্ছে সঞ্চয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement