Reserve Bank of India

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দাবি

দাবি করা হয়েছে, উৎসবের মরসুমের বাজারের উপরে ভিত্তি করে জাতীয় অর্থনীতি ফের ঘুরে দাঁড়াচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৩
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্ক যথারীতি জানিয়েছে, প্রতিবেদনের মতামত লেখকদের নিজস্ব। —ফাইল চিত্র।

গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি অনেকটাই গতি হারিয়েছিল। গোটা অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং বিভিন্ন মূল্যায়ন সংস্থা। তবে আজ শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্রের নেতৃত্বাধীন একটি দলের তৈরি ডিসেম্বরের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উৎসবের মরসুমের বাজারের উপরে ভিত্তি করে জাতীয় অর্থনীতি ফের ঘুরে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে বিশ্ব বাজারের পরিস্থিতি এবং ভারতীয় অর্থনীতির উপরে তার বিরূপ প্রভাবের আশঙ্কাও অবশ্য প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়নি। রিজ়ার্ভ ব্যাঙ্ক যথারীতি জানিয়েছে, প্রতিবেদনের মতামত লেখকদের নিজস্ব।

Advertisement

নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া মূল্যবৃদ্ধির কারণে চাহিদা ধাক্কা খেয়ে চলেছে বেশ কিছু দিন ধরে। বিশেষত শহরাঞ্চলে। তার জেরে গত দু’টি ত্রৈমাসিকে অর্থনীতিও হয়েছে শ্লথ। যদিও কেন্দ্রের যুক্তি, সারা দেশে লোকসভা নির্বাচনের কারণে মূলধনী খাতের খরচ থমকে গিয়েছিল। জিডিপি বৃদ্ধির হার কমার প্রধান কারণ সেটাই। এখন সেই বাধা কেটেছে। আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রতিবেদনেও বলা হয়েছে, ‘‘অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে উৎসবের কর্মকাণ্ড এবং গ্রামের চাহিদা।’’


Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement