World Chess Championship

ভারতের বিশ্বজয়ের ম্যাচে কারচুপি! অভিযোগ, গুকেশের কাছে ইচ্ছাকৃত ভাবে হেরেছেন লিরেন

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচে গুকেশের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে হেরে গিয়েছিলেন লিরেন? এমন অভিযোগই উঠতে শুরু করেছে। চিনের দাবাড়ুর ৫৫তম চাল নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১০:১৩
Share:

ডিং লিরেনের বিরুদ্ধে জয় ডি গুকেশের। ছবি: পিটিআই।

ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিশ্বচ্যাম্পিয়নশিপ জয় নিয়ে বিতর্ক। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হেরেছেন। যে কারণে ফিডে-কে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। রাশিয়ার এক সংবাদ সংস্থা এমনটা জানিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ হারিয়ে দেন লিরেনকে। ১৪তম ক্লাসিকাল ম্যাচটি জেতেন ভারতীয় দাবাড়ু। ১৩তম ম্যাচ শেষে দু’জনের পয়েন্ট সমান ছিল। শেষ ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। কিন্তু সেই জয় নিয়েই উঠছে প্রশ্ন। ফিলাতভের অভিযোগ, “বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চিনের দাবাড়ু যে ভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডে-র তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা এক জন প্রথম শ্রেণির দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চিনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।”

এ বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছে, বেশির ভাগ ম্যাচেই আক্রমণাত্মক খেলেছেন গুকেশ। অন্য দিকে লিরেন বরাবরই রক্ষণাত্মক খেলছিলেন। শেষ ম্যাচেও সেটাই দেখা গেল। সময়ের চাপে সমস্যায় পড়লেন লিরেন। প্রথম ৪০ চালের পর শেষ দিকে সময় কমছিল লিরেনের। তখন বোর্ডে গুকেশের রাজা ও দু’টি বোড়ে পড়ে ছিল। অন্য দিকে লিরেনের ছিল রাজা ও একটি বোড়ে। দেখে মনে হচ্ছিল, খেলা ড্র হবে। সেখানেই ভুল করলেন চিনের দাবাড়ু।

Advertisement

৫৫তম চালে বিরাট ভুল করে ফেলেন লিরেন। চাল দেওয়ার পরেই সেটা বুঝতে পারেন তিনি। ম্যাচ শেষে লিরেন বলেন, “চাপের মধ্যে একটা চালে ভুল করে ফেলি। তার পরেই গুকেশের মুখ দেখে বুঝতে পারছিলাম, ও কতটা আনন্দ পেয়েছে। তখন আর আমার কিছু করার ছিল না।” স্রেফ একটা অতিরিক্ত বোড়ে নিয়ে যে তিনি জিতে যাবেন সেটা ভাবতেই পারেননি গুকেশ। লিরেন যে ভুল চাল দিয়েছেন সেটা বুঝতেও কয়েক সেকেন্ড সময় লেগেছিল তাঁর। গুকেশ বলেন, “আমি বুঝতে পারিনি যে লিরেন এত বড় ভুল করেছে। কয়েক সেকেন্ড পরে বুঝতে পারি। সেটা কাজে লাগাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement