World Chess Championship

১৮ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন, কত টাকা পেলেন ভারতীয় দাবাড়ু, কোটিপতি হতে পারলেন কি?

১৪ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি। সিঙ্গাপুরে বিশ্বচ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ। কত টাকা জিতলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২২:৫৯
Share:

জয়ের উচ্ছ্বাস ডি গুকেশের। ছবি: পিটিআই।

মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। চেন্নাইয়ের এই দাবাড়ু বৃহস্পতিবার চিনের ডিং লিরেনকে হারিয়ে দিলেন। ১৪ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি। সিঙ্গাপুরে বিশ্বচ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ। কত টাকা জিতলেন তিনি?

Advertisement

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্য দিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা (চার লক্ষ ডলার)। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। হারলেও লিরেনের পকেটে ঢুকেছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা।

বৃহস্পতিবার কালো ঘুঁটিতে খেলা ছিল গুকেশের। সাধারণত যিনি সাদা ঘুঁটিতে খেলেন, তিনি কিছুটা এগিয়ে থাকেন। গুকেশ যদিও এর আগে লিরেনকে কালো ঘুঁটি নিয়ে হারিয়েছেন। বৃহস্পতিবার জিততেই গুকেশকে কাঁদতে দেখা যায়। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। লিরেন যদিও নিজের ভুল বুঝতে পেরেছিলেন। সেই ভুলের খেসারত দিতে হল চিনের প্রতিযোগীকে। গ্যারি ক্যাসপারভ ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement