PSG

Lionel Messi: মেসি-র‍্যামোস যুগলবন্দিতে সেরা হতে পারে পিএসজি, মত রোনাল্ডিনহোর

প্যারিসের এই ক্লাবে এবার সই করেছেন ডিফেন্ডার সের্জিয়ো র‍্যামোসও। মেসি-র‍্যামোসদের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিতে পারে পিএসজি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৯:০৩
Share:

মেসি ও রোনাল্ডিনহো টুইটার

প্যারিস সঁ জঁ-তে লিওনেল মেসিকে স্বাগত জানালেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহো। বার্সেলোনা পিএসজি-র প্রাক্তন তারকা দারুণ খুশি মেসিকে প্যারিসের ক্লাবে সই করতে দেখে।

Advertisement

প্যারিসের এই ক্লাবে এ বার সই করেছেন ডিফেন্ডার সের্জিয়ো র‍্যামোসও। মেসি- র‍্যামসদের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিতে পারে পিএসজি। এমনটাই মনে করেন ব্রাজিলের প্রাক্তন তারকা। রোনাল্ডিনহো নেটমাধ্যমে লেখেন, ‘আমার এটার জন্যও ভাল লাগছে র‍্যামোসও একই দলে রয়েছে। আমি চ্যাম্পিয়নশিপের গন্ধ পাচ্ছি।’

রোনাল্ডিনহো আরও লেখেন, ‘এই দুই ক্লাবে খেলা সবসময়ই আনন্দের। আমি এর আগে খেলেছি। আর এখন আমার বন্ধু মেসিকে দেখছি।’

Advertisement

২০০৪ সাল থেকে টানা চার বছর একসঙ্গে বার্সেলোনাতে খেলেছেন মেসি ও রোনাল্ডিনহো। মঙ্গলবারই বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন মেসি। তাঁকে দেখতে প্যারিসের রাস্তায় জনপ্লাবন দেখা গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement