আন্তোনিয়ো লোপেজ হাবাস ফাইল চিত্র
আগামী বুধবার এএফসি কাপের ম্যাচে খেলতে নামছে আন্তোনিয়ো লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি নাকি ইগলস এফসি কারা হবে সবুজ-মেরুনের প্রতিপক্ষ তা এখনও জানা না গেলেও প্রস্তুতিতে খামতি রাখছেন না এটিকে মোহনবাগানের স্প্যানিশ প্রশিক্ষক।
দলে নতুন আসা জনি কাউকো ও হুগো বৌমাসের প্রশংসা শোনা গেল হাবাসের গলায়। তিনি বলেন, ‘‘হুগো গত মরশুমে দারুণ ফুটবল খেলেছে। জনি আমাদের খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। রক্ষণ ও আক্রমণের সমন্বয় রাখতে এদের দুজনের দলে থাকা খুব জরুরি।’’
রক্ষণাত্মক বা আক্রমণাত্মক নয় ভারসাম্য বজায় রেখেই এএফসি কাপে খেলতে নামবে তাঁর দল। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান হাবাস।
তিনি বলেন, ‘‘ফুটবলে ভারসাম্য জরুরি। সবসময় এক ভাবে খেলা যায় না। দরকারে যেমন আক্রমণে যেতে হয় তেমনই রক্ষণ সামলানোও জরুরি। পরিস্থিতির কথা বিচার করে ভারসাম্য বজায় রেখে খেলার চেষ্টা করব আমরা।’’
সামনে এএফসি কাপ থাকলেও আইএসএল জেতাই এ মরশুমের মূল লক্ষ্য বলে জানিয়ে দিলেন হাবাস। তিনি বলেন, ‘‘গত মরশুমে আমাদের হারতে হলেও লিগ পর্যায়ে মুম্বই সিটি এফসি-র থেকে খুব বেশি পিছিয়ে ছিলাম না আমরা। নক আউটে অনেক কিছুই হতে পারে। তাই এবারে আমাদের লক্ষ্য আইএসএল জেতা।’’
এএফসি কাপে ভারতের প্রতিনিধিত্ব করবে এটিকে মোহনবাগান। ভারতের মান রাখতে সবটা উজাড় করে দিক ফুটবলাররা এমনটাই চাইছেন হাবাস। তবে দলটা নতুন তাই সতর্ক থাকতে হচ্ছে তাঁকেও।
তিনি বলেন, ‘‘দলটা নতুন। কারণ অনেক নতুন ফুটবলার এই দলে যোগ দিয়েছে। তাই নতুন করে সবটা গোছাতে হচ্ছে। প্রত্যেক দিন অনুশীলন করছি। সেরাটা দেওয়ার চেষ্টা করব। কোভিডের কারণে আমরা সব বিদেশিদের একসঙ্গে পাইনি। তবে এটা অজুহাত হতে পারে না। মলদ্বীপে আমাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।’’