Lionel Messi

Lionel Messi: বার্সেলোনা ছেড়ে প্যারিসের জার্সিতে মেসি! মানতে পারছেন না প্রাক্তন সতীর্থ ইনিয়েস্তা

তাঁরা একসঙ্গে বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৪ বছর খেলেছেন। ক্লাবের হয়ে এমন কোনও ট্রফি নেই, যা তাঁরা একসঙ্গে জেতেননি। সেই লিয়োনেল মেসিকে প্যারিস সঁ জঁ-এ যোগ দিতে দেখে ব্যথিত আন্দ্রে ইনিয়েস্তা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৬:৪৩
Share:

বার্সেলোনায় থাকাকালীন মেসির সঙ্গে ইনিয়েস্তা। ফাইল ছবি

তাঁরা একসঙ্গে বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৪ বছর খেলেছেন। ক্লাবের হয়ে এমন কোনও ট্রফি নেই, যা তাঁরা একসঙ্গে জেতেননি। সেই লিয়োনেল মেসিকে প্যারিস সঁ জঁ-এ যোগ দিতে দেখে ব্যথিত আন্দ্রে ইনিয়েস্তা। জানালেন, অন্য জার্সি গায়ে মেসিকে দেখা কঠিন হবে।

Advertisement

তিন বছর আগে ইনিয়েস্তাও বার্সেলোনা ছেড়েছিলেন। যোগ দিয়েছিলেন জাপানের ক্লাব ভিসেল কোবে-তে। জাপান থেকে সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেছেন, “বার্সেলোনার বদলে অন্য জার্সিতে ওকে দেখা কঠিন হবে। অবাক হয়েছি খুবই। এত দিন ধরে বার্সার হয়ে খেলেছে লিয়ো। কিন্তু কখনও কখনও পরিস্থিতির জেরে এমন সিদ্ধান্ত নিতে হয়। সমর্থকদেরও এই সিদ্ধান্ত মেনে নিতে হবে।”

এক সময়ের সতীর্থ সম্পর্কে ইনিয়েস্তা আরও বলেছেন, “মেসির মতো সতীর্থ আগে দেখিনি। হয়তো কোনও দিন দেখবও না। সব কিছুর সঙ্গে ও মানিয়ে নিতে পারে। এত দিন ধরে ওর যা কীর্তি, সে দিকে চোখ রাখলেই বোঝা যাবে।”

Advertisement

মেসি বার্সা ছাড়লেও ইনিয়েস্তার বিশ্বাস, স্প্যানিশ ক্লাব আগের মতোই শক্তিশালী থাকবে। বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে, নতুন যারা ক্লাবে এসেছে তারা নিজেদের অবদান রাখবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement