হিংসা দেখে ভেঙে পড়েছিলেন রজার

পাঁচটি দেশের এই সফরে ছিল মেক্সিকো সিটিতে ইতিহাস গড়া ফেডেরার-জেরেভের ম্যাচও। যেখানে ৪২,৫১৭ জন দর্শক উপস্থিত ছিলেন। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৩
Share:

প্রতিপক্ষ: বোগোটায় সেই প্রদর্শনী ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে জেরেভ ও ফেডেরার। শেষ পর্যন্ত ম্যাচটি ভেস্তে যায়। ফাইল চিত্র

গত মাসে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকা সফরে তিনি যে এক সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তা স্বীকার করলেন রজার ফেডেরার। কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরার এবং জার্মান খেলোয়াড় আলেকজান্ডার জেরেভের। কিন্তু সেই ম্যাচ ভেস্তে যায়।

Advertisement

পাঁচটি দেশের এই সফরে ছিল মেক্সিকো সিটিতে ইতিহাস গড়া ফেডেরার-জেরেভের ম্যাচও। যেখানে ৪২,৫১৭ জন দর্শক উপস্থিত ছিলেন। এই সফরের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বোগোটায় যেখানে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ চলছিল। হিংসাত্মক কয়েকটা ঘটনার জন্য ফেডেরার-জেরেভের ম্যাচ শুরু হওয়ার আগে কার্ফু জারি হয়। দর্শকদের সুরক্ষার জন্য তাই তিনি ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেন। এই সফর নিয়ে একটি তথ্যচিত্রও প্রস্তুত হয়েছে। সেখানকার ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, বোগোটায় কোর্ট থেকে ফেডেরার লকার রুমে ফিরে যাচ্ছেন। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তাঁকে সামলাচ্ছেন জেরেভ। ফেডেরার সেই ঘটনা নিয়ে বলেছেন, ‘‘আমরা ওয়ার্ম আপ করতে চেয়েছিলাম। দারুণ একটা লড়াই উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু এর পরেই পরিস্থিতি অন্য রকম হয়ে গেল। তখন আমি ভাবতে লাগলাম এটাই কী আদর্শ সময়? কেন না এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ সেখানকার সাধারণ মানুষের বাড়িতে যাওয়া, নিরাপদ জায়গায় থাকা। আমাদের এখন খেলা উচিত নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘তখনই আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। যে রকম ভেবেছিলাম, সে রকম স্বপ্নের ম্যাচ হওয়ার মতো পরিস্থিতি ছিল না। সব কিছু ভেস্তে যাওয়াটা দেখতে পাচ্ছিলাম। যখন লকার রুমে ফিরে এলাম, আবেগরুদ্ধ হয়ে পড়ি।’’

টেনিসে গড়াপেটার অভিযোগ: প্রায় ১৩৫ জন খেলোয়াড়ের টেনিস জুয়া এবং গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠল। জার্মান মিডিয়ার দাবি, এই ঘটনায় এক আর্মেনীয় মাফিয়া চক্র জড়িত। যাঁরা প্রচুর ম্যাচ গড়াপেটা করে অর্থ উপার্জন করেছে। এই কেলেঙ্কারিতে প্রথম তিরিশে থাকা এক খেলোয়াড়ও রয়েছে বলে সন্দেহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement