Road safety

সচিন, যুবরাজদের সঙ্গে ফের দেখা, আবেগতাড়িত বীরেন্দ্র সহবাগ

ফাইনালের শেষে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন বীরেন্দ্র সহবাগ। সেই আবেগ নেট মাধ্যমেও ফুটে উঠল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৯:৩৬
Share:

আবেগপ্রবণ হয়ে পড়লেন বীরু। ছবি - টুইটার

কবির সুমনের সেই বিখ্যাত গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল। ‘হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কী খবর বল? কত দিন দেখা হয়নি।’ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে এসে শুধু তো ভারত নয়, অন্য দেশের অনেক পুরনো বন্ধুদের সঙ্গেও ফের দেখা হল। তাই ফাইনালের শেষে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন বীরেন্দ্র সহবাগ। সেই আবেগ নেট মাধ্যমেও ফুটে উঠল।

Advertisement

‘ভগবান’ বলে ডাকা সচিন তেন্ডুলকর, ছোটবেলার বন্ধু যুবরাজ সিংহ, সঙ্গে আবার পাঠান ভাই। অনেক স্মৃতি তাঁর মনে ভিড় করে আসছিল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে এসে ফাইনাল জয়, বীরু টুইটে লিখলেন, “গত কয়েকটা সপ্তাহ দারুণ ভাবে কেটে গেল। পুরনো বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হল। এক সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটালাম। আর শেষে ট্রফি জয়। ঠিক যেন মিষ্টি কেকের উপর কেউ চেরি বসিয়ে দিয়েছে।”

শুধু শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে ফাইনাল জয় নয়, ব্যাট হাতেও পুরনো মারকুটে বীরুকে দেখা গেল। ৭ ম্যাচে করেছেন ২১৪ রান। বাংলাদেশের বিরুদ্ধে করেছেন অপরাজিত ৮০ রান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement