India

জেতার পর অভ্যর্থনা পেয়ে যুবরাজ সিংহ বলছেন ‘আমি খোঁড়া বাহুবলী’, ভিডিয়ো দেখুন

ফাইনালে ব্যাট করার সময় ডান পায়ে চোট পেয়েছিলেন যুবরাজ। সেই অবস্থায় ক্রিজে ঝড় তোলার পাশাপাশি ফিল্ডিংও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৫:৪৬
Share:

অর্ধ শতরানের পর যুবরাজ। ছবি - টুইটার

ট্রফি জিতে বাহুবলীর মতো অভ্যর্থনা পেলেন যুবরাজ সিংহ। ৪১ বলে তাঁর ৬০ রানের সৌজন্যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল জিতেছে ইন্ডিয়া লেজেন্ডস। শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে দিয়েছে সচিন তেন্ডুলকরের দল। আর সেই ম্যাচ জিতে হোটেলে ফেরার সময় তাঁকে এমন ভাবে সম্মান জানাল হোটেল কর্তৃপক্ষ। সেই ভিডিয়ো নেট মাধ্যমে তুলে ধরে বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার লিখলেন, “নিজেকে যেন ‘খোঁড়া বাহুবলী’ মনে হচ্ছে।” ভিডিয়ো অবশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ফাইনালে ব্যাট করার সময় ডান পায়ে চোট পেয়েছিলেন যুবরাজ। সেই অবস্থায় ক্রিজে ঝড় তোলার পাশাপাশি ফিল্ডিংও করেন। ম্যাচের শেষে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো তুলে ধরেন তিনি। সেখানে দেখা যাচ্ছে যুবি টিম হোটেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছেন ও তাঁকে হোটেল কর্মীরা বাহুবলীর মতো শুভেচ্ছা জানাচ্ছে।

বাহুবলী সিনেমায় শত্রু পক্ষকে জব্দ করার পর বেশ জখম হয়েছিলেন অমরেন্দ্র বাহুবলী। তবে গ্রামকে দুষ্টু লোকদের থেকে মুক্ত করার জন্য সাধারণ মানুষ এ ভাবেই প্রিয় অমরেন্দ্র বাহুবলীকে অভ্যর্থনা জানিয়েছিল। এ বার বাস্তব জীবনে এমন কাণ্ড ঘটালেন যুবরাজ। তাই তাঁকেও অমরেন্দ্র বাহুবলীর মতো সম্মান জানানো হল। আর এমন সম্মান পেয়ে যুবি নিজেকে ‘খোঁড়া বাহুবলী’ বলছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement