isl

২০২৪ থেকে আইএসএল-এ থাকছে অবনমন

এর আগে ২০১৫-১৬ মরসুমেও আইজলের অবনমন মুকুব হয়। ফেডারেশন কাপে রানার্স হওয়ার সুবাদে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২৩:৫৪
Share:

আইএসএল ফাইল চিত্র

করোনার কারণে আই লিগে এ মরসুমেও অবনমন থাকছে না। বদলাচ্ছে না ভারতীয় ফুটবলের ভবিষ্যতের রূপরেখা নিয়ে এআইএফএফ-এর অবস্থান। শুক্রবার এই নিয়ে আই লিগের বিভিন্ন প্রতিনিধি ও বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ফেডারেশন কর্তারা। তবে অবনমন মকুব হওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

Advertisement

এর আগের মরসুমেও অবনমনের আওতায় থাকা আইজল এফসিকে এ মরসুমে আই লিগেই রেখে দিয়েছিল ফেডারেশন। এই মরসুমে অবনমনের তালিকায় রয়েছে নেরোকা এফসি। তাদের অবনমনও হচ্ছে না। ২০১৫-১৬ মরসুমেও আইজলের অবনমন মকুব হয়। ফেডারেশন কাপে রানার্স হওয়ার সুবাদে। গোয়া থেকে অন্য কোনও ক্লাব না থাকায় অবনমন হয়নি চার্চিল ব্রাদার্সেরও।

এর সঙ্গে এ মরসুমে যোগ দিচ্ছে শ্রিনিধি এফসি। ফলে ১২ দলের আইলিগ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ২০২৪ সাল থেকে আইএসএল-এ অবনমন থাকবে কিনা তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। তবে সূত্রের মতে, ২০২৪ সাল থেকেই অবনমন চালু হবে দেশের এক নম্বর লিগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement