রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন টুইটার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলে আইসিসি টেস্ট ক্রমতালিকায় অল রাউন্ডারদের মধ্যে শীর্ষে পৌঁছে গেলেন রবীন্দ্র জাডেজা। এর আগে ২০১৭ সালে শীর্ষে পৌঁছেছিলেন তিনি। টেস্টে বোলারদের তালিকায় জাডেজা আছেন ১৬ নম্বরে। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন এই তালিকায় ২ নম্বরে রয়েছেন। প্রথম প্যাট কামিন্স।
৪১২ পয়েন্ট নিয়ে জেসন হোল্ডার শীর্ষে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজে ভাল খেলতে না পারায় ২৮ পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থানে চলে যেতে হল তাঁকে। জাডেজা পেয়েছেন ৩৮৬ পয়েন্ট। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস রয়েছেন ৩ নম্বরে। ভারতের অপর অলরাউন্ডার অশ্বিন আছেন চার নম্বরে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫ রান করেছেন জাডেজা। বল করতে নেমে টিম সাউদিকে আউটও করেন তিনি। প্রথম ইনিংসে ২২ রান করেন অশ্বিন। বল হাতে পান ২টি উইকেট।