রাফায়েল নাদাল। ফাইল ছবি।
চলতি মরসুম দুর্দান্ত ছন্দে শুরু করলেও চোট-আঘাত সমস্যায় জর্জরিত রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেন খেলা নিয়ে সংশয় তৈরি হলেও এখনই হাল ছাড়তে নারাজ স্পেনের টেনিস খেলোয়াড়। লাল সুরকির কোর্টে গ্র্যান্ড স্লাম খেলতে নাদাল নিজের চিকিৎসককে সঙ্গে রাখতে চান।
আরও এক বার ফ্রেঞ্চ ওপেন জিততে মরিয়া নাদাল। কিন্তু খেতাব জয়ের পথে বাধা হতে পারে চোট। পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফিরলেও পায়ে যন্ত্রণা অনুভব করছেন ২১টি গ্র্যান্ড স্লামের মালিক। ফরাসি ওপেনে নামার জন্য যা যা করা দরকার, সব কিছু করতে চান তিনি। সঙ্গে চিকিৎসকও রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের টেনিস খেলোয়াড়।
নাদাল বলেছেন, ‘‘আবার পায়ে বেশ যন্ত্রণা হচ্ছে। আমি এক জন খেলোয়াড়, চোট নিয়েই বাঁচতে হয় আমাকে। এটা নতুন কিছু নয়।’’ এই মুহূর্তে ইতালিয়ান ওপেনে খেলছেন নাদাল। তিনি বলেছেন, ‘‘সত্যি বলছি, দুর্ভাগ্যজনক ভাবেআমার প্রতিটা দিন আগের দিনের থেকে কঠিন হচ্ছে। তার মধ্যেও আমি ভীষণ ভাবে চেষ্টা করে যাচ্ছি। এটা খুবই হতাশার যে বেশ কিছুদিন ধরে আমি ঠিক মতো অনুশীলনও করতে পারছি না।’’
কোর্টে ফেরা থেকেই পা সমস্যা করছে বলে জানিয়েছেন ৩৫ বছরের টেনিস খেলোয়াড়। তিনি বলেছেন, ‘‘কোর্টে ফিরে আসা থেকেই পা সমস্যা করছে। মনে খারাপ চিন্তা আসছে। যেমন খেলছি, তার থেকে অনেক ভাল খেলতে পারি।’’ ১৩ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। তিনি বলেছেন, ‘‘প্রথম যেটা করতে হবে, সেটা হল অনুশীলনের সময় পায়ের যন্ত্রণাটা বন্ধ করতে হবে। আমার চিকিৎসককে সঙ্গে নিয়েই প্যারিস যাব। উনি নিশ্চয় আমাকে সাহায্য করতে পারবেন।