ভারতীয় দলের মেয়েদের সঙ্গে মারুফ এবং তাঁর সন্তান। ছবি: টুইটার থেকে
মেয়েদের বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফের সন্তানকে নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের। সেই ছোট্ট ফাতিমাকেই কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢোকার অনুমতি দিল না ইংল্যান্ড।
ভিলেজে ঢুকতে না দিলেও ফাতিমাকে নিয়েই ইংল্যান্ড যাবেন মারুফ। সেই সঙ্গে যাবেন তাঁর মা। মারুফের মায়ের সঙ্গেই হোটেলে থাকবেন ফাতিমা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কমনওয়েলথ গেমস ফেডারেশনকে মারুফের মা এবং মেয়ের জন্য গেমস ভিলেজে দু’টি অতিরিক্ত জায়গা চাওয়া হয়েছিল। ফেডারেশনের তরফে পিসিবি-কে জানিয়ে দেওয়া হয় ওই অতিরিক্ত দু’জনকে ২২ জনের দল থেকে বাদ দিতে। ক্রিকেটার এবং কর্তা মিলিয়ে ২২ জনের দল নিয়ে যাওয়া যাবে। পিসিবি জানিয়ে দেয় সেই ২২ জনের মধ্যে থেকে কাউকে বাদ দেওয়া সম্ভব নয়।
বিশ্বকাপেও মারুফের সঙ্গে তাঁর সন্তান ছিল। পিসিবির নিয়ম অনুযায়ী সদ্যোজাত সন্তান এবং সেই সঙ্গে আরও একজনকে ক্রিকেটারের সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাঁদের অর্ধেক খরচ দেবে বোর্ড এবং বাকিটা দেবেন ওই ক্রিকেটার।