পিভি সিন্ধু। ছবি: পিটিআই।
নতুন বছরের গোড়া থেকেই আবার কোর্টে দেখা যাবে পি ভি সিন্ধুকে। থাইল্যান্ডে পরপর তিনটি প্রতিযোগিতায় খেলবেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা।
তাঁর প্রথম প্রতিযোগিতা ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন। এই প্রতিযোগিতা শুরু হবে ১২ জানুয়ারি। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি খেলবেন টয়োটা থাইল্যান্ড ওপেনে। থাইল্যান্ড সফরে সিন্ধুর শেষ প্রতিযোগিতা ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। ব্যাংককে এই প্রতিযোগিতা ২৭ থেকে ৩১ জানুয়ারি। তবে যোগ্যতা অর্জন করলে তবেই সিন্ধু এই প্রতিযোগিতায় খেলতে পারবেন।
এই তিনটি প্রতিযোগিতায় সিন্ধু নিজের সঙ্গে ব্যক্তিগত ফিজিয়ো এবং ট্রেনার নিয়ে যেতে পারবেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ ব্যাপারে সিন্ধুকে সবুজ সঙ্কেত দিয়েছে। এর জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৮ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ করেছে।
আরও পড়ুন: এ বার তোপ শোয়েবের, তাঁকেও সঠিক ভাবে ব্যবহার করা হয়নি
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে থাকা ১০ ক্রিকেটার খেলেছেন করোনা আক্রান্তের সঙ্গে
২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০১৬ সালের অলিম্পিক্সে রূপোজয়ী সিন্ধু ইতিমধ্যেই টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। এই বছর মার্চে শেষ কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। অল ইংল্যান্ড ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। শারীরিক বিশ্লেষণ ও পুষ্টির দিকে নজর দিতে গত অক্টোবরে তিনি লন্ডন গিয়েছিলেন। এখনও সেখানেই রয়েছেন।