PV Sindhu

PV Sindhu: কাঁচা বাদাম এ বার খেলার জগতেও, কোমর দোলালেন সিন্ধু, দেখুন ভিডিয়ো

খেলার দুনিয়ায় বরং অনেক বেশি বিখ্যাত দক্ষিণী ছবি পুষ্পার একটি সংলাপ। বিরাট কোহলী থেকে শুরু করে রবীন্দ্র জাডেজা, সবাইকে মাঠে সেই সংলাপ বলতে দেখা গিয়েছে। তবে এই প্রথম বার খেলার দুনিয়ার কোনও বিখ্যাত নামকে কাঁচা বাদাম গানের সঙ্গে নাচতে দেখা গেল। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ২১:৪৭
Share:

নাচলেন সিন্ধু ফাইল চিত্র

ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে রুপোলি পর্দার অনেক তারকাকে। এ বার এই গান খেলার জগতেও। কাঁচা বাদামের তালে নাচতে দেখা গেল অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধুকে

Advertisement

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কাঁচা বাদাম গানের তালে নাচছেন সিন্ধু। হলুদ রঙের একটি পোশাক পরে নাচতে দেখা যায় ব্যাডমিন্টন খেলোয়াড়কে। দেখে মনে হচ্ছে বাড়ির বাগানে নাচছেন সিন্ধু। আপাত শান্ত সিন্ধুর এই নাচের ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে।

বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন এই গান গেয়ে বাদাম বিক্রি করতেন। তাঁর গানের ভিডিয়ো প্রকাশ হয় নেটমাধ্যমে। তার পরে তা মুখে মুখে প্রচারিত হয়ে যায়। রাতারাতি খ্যাতি আসে ভুবনের জীবনে। তাঁর গানের তালে নাচতে দেখা যায় টলিউড থেকে বলিউডের তারকাদের। সেই তালিকায় এ বার যোগ হল সিন্ধুর নাম।

Advertisement

খেলার দুনিয়ায় বরং অনেক বেশি বিখ্যাত দক্ষিণী ছবি পুষ্পার একটি সংলাপ। বিরাট কোহলী থেকে শুরু করে রবীন্দ্র জাডেজা, সবাইকে মাঠে সেই সংলাপ বলতে দেখা গিয়েছে। তবে এই প্রথম বার খেলার দুনিয়ার কোনও বিখ্যাত নামকে কাঁচা বাদাম গানের সঙ্গে নাচতে দেখা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement