mary kom

Mary Kom: লক্ষ্য ভিন্ন, তাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসে খেলবেন না মেরি কম

৬ মে থেকে ২১ মে পর্যন্ত তুরস্কের ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস শুরু হওয়ার কথা ১০ সেপ্টেম্বর থেকে। এই দুই প্রতিযোগিতার মাঝে ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। তারই প্রস্তুতি শুরু করবেন মেরি।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ২০:২৫
Share:

এশিয়ান গেমসে খেলবেন না মেরি ফাইল চিত্র

বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে খেলবেন না ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার মেরি কম। ২০২২ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের ট্রায়ালে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুতি নিতে চান মেরি। তাই বাকি দু’টি প্রতিযোগিতায় নামবেন না তিনি।

Advertisement

লন্ডন অলিম্পিক্সে ব্রো়ঞ্জ পদকজয়ী মেরি বলেন, ‘‘আমি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের ট্রায়াল থেকে নাম তুলে নিয়েছি। আমি চাই তরুণ প্রজন্ম সুযোগ পাক। আন্তর্জাতিক স্তরের জন্য তারা নিজেকে তৈরি করুক। আমি শুধু কমনওয়েলথ গেমসের প্রস্তুতির দিকেই নজর দিতে চাই।’’ মেরির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে ভারতের বক্সিং ফেডারেশন।

সোমবার থেকে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ১২টি বিভাগের ট্রায়াল শুরু হবে। বুধবার ট্রায়াল শেষ হওয়ার কথা। এই ট্রায়ালের মধ্যেই এশিয়ান গেমসের বেশির ভাগ ক্যাটগরির ট্রায়ালও যুক্ত রয়েছে। শুধু ৫১ কেজি ও ৬৯ কেটি বিভাগের ট্রায়াল আলাদা করে ১১ থেকে ১৪ মার্চ হবে।

Advertisement

৬ মে থেকে ২১ মে পর্যন্ত তুরস্কের ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস শুরু হওয়ার কথা ১০ সেপ্টেম্বর থেকে। এই দুই প্রতিযোগিতার মাঝে ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। তারই প্রস্তুতি শুরু করবেন মেরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement