ফাইল চিত্র।
ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু হল পি ভি সিন্ধু এবং লক্ষ্য সেনের। জাকার্তায় বুধবার সপ্তম বাছাই লক্ষ্য ২১-১০, ২১-১৮ হারান ডেনমার্কের হানস-ক্রিস্টিয়ান সলবার্গ ভিটিংগাসকে। অলিম্পিক্সে দুটি পদক জয়ী সিন্ধুকে অবশ্য তিন গেম পর্যন্ত লড়তে হয় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে। ফল ১৮-২১, ২১-১৫, ২১-১১। এর পরের রাউন্ডে লক্ষ্য মুখোমুখি হবেন ডেনমার্কের রসমাস জিমকে-এর। সিন্ধুর প্রতিপক্ষ জর্জিয়ারমারিস্কা তুংজুং।
এ ছাড়া অন্য খেলায় আকর্ষি কাশ্যপ ১২-২১, ১১-২১ ফলে হেরে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাং-এর কাছে। পাশাপাশি চোট সারিয়ে কোর্টে ফেরা সমীর বর্মাও ছিটকে যান ১৭-২১, ১৫-২১ ফলে হেরে ইন্দোনেশিয়ার চিকো অরা দি ওয়ারডোয়ো-এর কাছে। মিক্সড ডাবলসে ঈশান ভাটনাগর এবং তানিশা ক্রাস্টো প্রচুর লড়াই করেও ১৪-২১, ২১-১৬, ১২-২১ ফলে হারেন চতুর্থ বাছাই ইন্দোনেশিয়ার প্রবীন জর্ডান ও মেলাতি দায়েভা ওকটাভিয়ান্তির বিরুদ্ধে।
এই ম্যাচের আগে লাইনের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ৩-০ এগিয়ে ছিলেন সিন্ধু। প্রথম গেমে ১১-৯ এগিয়ে থাকলেও সুবিধে নিতে পারেননি সিন্ধু। পরের দুই গেমে অবশ্য সিন্ধু সতর্ক ছিলেন। লাইন লড়াইয়ে ফেরার চেষ্টা করেও সফল হননি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।