ফাইল চিত্র।
অলিম্পিক্সে দুটি পদক জয়ী পি ভি সিন্ধু, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদম্বি শ্রীকান্ত-সহ চার জন ভারতীয় খেলোয়াড় সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন বৃহস্পতিবার।
প্রাক্তন বিশ্বসেরা সিন্ধু শেষ আটে ওঠেন তুরস্কের নেসলিহান ইগিতকে হারিয়ে। ফল ২১-১৯, ২১-১৪। শ্রীকান্তকে অবশ্য লড়াই করতে হয় ফ্রান্সের ক্রিস্টো পোপোভের বিরুদ্ধে। যাঁর বিশ্বর্যাঙ্কিং ৬০। শেষ পর্যন্ত ১৩-২১, ২৫-২৩, ২১-১১ ফলে জেতেন প্রাক্তন বিশ্বসেরা শ্রীকান্ত।
দ্বিতীয় বাছাই সিন্ধুকে এ বার মুখোমুখি হতে হবে পঞ্চম বাছাই মিশেল লি বা ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের। সপ্তম বাছাই শ্রীকান্ত জানুয়ারিতে ভারতে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার প্রতিযোগিতায় খেলতে পারেননি করোনায় আক্রান্ত হওয়ায়। তিনি শেষ আটে দ্বিতীয় বাছাই ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টোনসেনের চ্যালেঞ্জ সামলাবেন।
এ ছাড়া বিশ্বের প্রাক্তন দশ নম্বরে থাকা ভারতীয় তারকা এইচ এস প্রণয়কেও লড়াই করতে হল ফিনল্যান্ডের কাল্লে কোলিয়োনেনকে হারাতে। ম্যাচের ফল ১৯-২১, ২১-১৩, ২১-৯। এ ছাড়া প্রাক্তন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পারুপল্লি কাশ্যপও শেষ আটে উঠেছেন। তাঁকে ওয়াকওভার দেন বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেন।
এ ছাড়া পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি ১৯-২১, ২০-২২ ফলে হারেন ইন্দোনেশিয়ার জুটির কাছে। মেয়েদের সিঙ্গলসে অন্য ম্যাচে অস্মিতা চালিহা লড়াই করে হারেন অষ্টম বাছাই স্কটল্যান্ডের ক্রিস্টি গিলমোরের কাছে।
প্রথম রাউন্ডে স্ট্রেট গেমে সিন্ধু হারিয়েছিলেন ডেনমার্কের লিন হয়মার্ক কেয়ার্সফেল্ডকে। সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ছিল ২১-১৪, ২১-১২। এ ছাড়া মেয়েদের ডাবলসে জিতেছিলেন ভারতীয় জুটি এন সিক্কি রেড্ডি-অশ্বিনী পোনাপ্পা জুটি। তাঁরা প্রথম রাউন্ডে হারান সুইৎজারল্যান্ডের এলিন মুলার-জেনজিরা স্তাদেলমান জুটিকে।