চ্যাম্পিয়ন চেন্নাইকে হারিয়ে চমক ডিকাদের

বিরতির আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল পায়নি কোনও দলই।  চেন্নাইয়ের বিরুদ্ধে প্রাক্তন চ্যাম্পিয়ন পঞ্জাব (পুরানো মিনার্ভা পঞ্জাব) প্রথম গোল পায় দিপান্দা ডিকার সৌজন্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০৪:২৬
Share:

দিপান্দা ডিকা। ফাইল চিত্র

ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার পরে আরও বড় অঘটন ঘটিয়ে দিল পঞ্জাব এফসি। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি-কে হারিয়ে দিলেন দিপান্দা ডিকারা। এবং সেটা ৩-১ গোলে।

Advertisement

বিরতির আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল পায়নি কোনও দলই। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রাক্তন চ্যাম্পিয়ন পঞ্জাব (পুরানো মিনার্ভা পঞ্জাব) প্রথম গোল পায় দিপান্দা ডিকার সৌজন্যে। বদলি হিসাবে নেমেছিলেন কলকতায় খেলে যাওয়া বিদেশি স্ট্রাইকার। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে আকবর নাওয়াসের দল। স্পেনীয় পেদ্রো মানজি গোল করে সমতায় ফেরান চেন্নাইকে। ১-১ অবস্থায় হাল না ছেড়ে পাল্টা ঝাঁপায় ইয়ান ল-এর দল। আই লিগের সর্বকনিষ্ঠ কোচ এ দিন রক্ষণে নামান আনোয়ার আলিকে। আনোয়ার চোটের জন্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারেননি। রক্ষণকে নেতৃত্ব দেন তিনিই।

পেদ্রো মানজিদের আক্রমণ রুখে দিয়ে পাল্টা চাপ দিতেই ফের গোল পেয়ে যায় চণ্ডীগড়ের ক্লাব। গোল করেন থৈবা সিংহ। তরুণ এই মিডিয়ো ঘুরিয়ে দেন খেলার অভিমুখ। নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ২-১ হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় চেন্নাই। তারা ৪-৩-৩ রণনীতি নিয়ে পাল্টা আক্রমণে আসতে শুরু করতেই বিপদে পড়ে যায়। আর সেই সুযোগটা কাজে লাগিয়েই ব্যবধান বাড়ান সের্খিয়ো বারবোজা। ব্রাজিলীয় স্ট্রাইকার গোল করেন সংযুক্ত সময়ের শুরুতেই। ম্যাচের সেরা হলেন পঞ্জাবের গোলকিপার কিরন লিম্বু।

Advertisement

জয়ের খোঁজে হায়দরাবাদ: আজ বুধবার পুণেতে ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা মুখোমুখি হচ্ছে হায়দরাবাদের। লিগ টেবলে সবার শেষ আছে ফিল ব্রাউনের দল। বহু দিন তারা কোনও ম্যাচ জেতেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement