Cricket

আইপিএল না হলে সমস্যা বাড়বে ধোনির, বলছেন মদন লাল

বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার খেলেছিলেন ধোনি। তার পরে আরও কোনও ম্যাচে দেখা যায়নি তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৪:২৩
Share:

আইপিএল-এর নিজেকে তৈরি করছিলেন ধোনি।—ফাইল চিত্র।

আইপিএল না হলে সমস্যা আরও বাড়বে মহেন্দ্র সিংহ ধোনির। বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য মদন লাল এমনটাই মনে করছেন।

Advertisement

করোনাভাইরাসের জন্য প্রশ্নের মুখে আইপিএল। মেগা টুর্নামেন্টের বল যদি শেষ পর্যন্ত না গড়ায়, তা হলে সমস্যায় পড়ে যাবেন ধোনিই।

মদন লাল বলছেন, ‘‘বিশ্বকাপের পর থেকে কোনও ম্যাচ আর খেলেনি ধোনি। আইপিএল যদি না হয়, তা হলে ধোনির সমস্যা আরও বাড়বে। ধোনিকে নিয়ে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহালি বা টিম ম্যানেজমেন্ট কী মনে করছে তা আমার ঠিক জানা নেই। তবে ধোনির কথা বিবেচনা করতে হলে তো আগে খেলতে হবে ওকে।’’

Advertisement

আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাক ক্রিকেটারের মৃত্যু

বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার খেলেছিলেন ধোনি। তার পরে আরও কোনও ম্যাচে দেখা যায়নি তাঁকে। ধোনিকে নিয়ে চলছিল জল্পনা। এ বারের আইপিএল ভারতের প্রাক্তন অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণ করতেই পারত।

আরও পড়ুন: হার না-মানা জেদি বিরাটে মুগ্ধ লক্ষ্মণ

মদনলাল বলছেন, ‘‘নির্বাচকরা চান ধোনি আগে খেলুক। তার পরে তাঁরা ধোনিকে নির্বাচন করবেন। আমার মনে হয় ধোনি কী ভাবছে, তা ওরই জানানো উচিত নির্বাচকদের। তা হলে ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে নির্বাচকদের পক্ষে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement