Ambedkar Remarks Row

আবারও হাসপাতালে দুই বিজেপি সাংসদ, প্রশ্ন

সরকারি হাসপাতালে সুস্থ হয়ে যাওয়া সাংসদেরা কী প্রয়োজনে বিজেপি সাংসদের হাসপাতালে ভর্তি হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সংসদ চত্বরে হওয়া ধাক্কাধাক্কি কাণ্ড নতুনমোড় নিল।

Advertisement

গত বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে এনডিএ এবং ‘ইন্ডিয়া’ মঞ্চের সাংসদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছিলেন দুই বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। আজ তাঁরা সরকারি হাসপাতাল থেকে ছুটি পেতেই তড়িঘড়ি ভর্তি হলেন নয়ডার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাচক্রে, ওই হাসপাতালের মালিক আবার গৌতম বুদ্ধনগর (নয়ডা)-এর বিজেপি সাংসদ মহেশ শর্মা।

সরকারি হাসপাতালে সুস্থ হয়ে যাওয়া সাংসদেরা কী প্রয়োজনে বিজেপি সাংসদের হাসপাতালে ভর্তি হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। পাশাপাশি, দলের বক্তব্য, ওই কাণ্ডে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হলে জবাব দিতে প্রস্তুত রয়েছেন রাহুল। প্রয়োজন থানায় গিয়ে পুলিশের প্রশ্নের জবাব দেবেন তিনি।

Advertisement

দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন প্রতাপ এবং মুকেশ। সেখান থেকে ছাড়া পাওয়ার পরেই কালক্ষেপ না করে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান দুই সাংসদ। সরকারি হাসপাতালে সুস্থ হয়ে যাওয়া সাংসদেরা কেন হঠাৎ বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিজেপির পাল্টা দাবি, হাসপাতালে গুরুতর রোগীর ভিড় বেশি থাকায় দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মুকেশ রাজপুতের শরীরে অস্থিরতা ও মাথা ভার বোধ করায় নজরদারির জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাটিতে পড়ে গিয়ে আঘাত পাওয়া ষড়ঙ্গীর চোয়ালে এখনও কালশিটে রয়েছে।

ওই ধাক্কাধাক্কি কাণ্ডে তদন্তে নেমে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই ওই সাংসদদের বয়ান নিয়েছে। সূত্রের মতে, আজ রাহুলকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা থাকলেও, তিনি মহারাষ্ট্রে থাকায় তা হয়নি। কংগ্রেস জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সমন পেলেই লোকসভার বিরোধী দলনেতা থানায় গিয়ে হাজিরা দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement