—ফাইল চিত্র।
বিতর্ক ক্রমশ বাড়ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে। অনুশীলনের পিচ নিয়েও উঠছে প্রশ্ন। প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের প্রস্তুতির জন্য নতুন, তাজা উইকেট দেওয়া হয়েছে। কিন্তু রোহিত শর্মা-যশপ্রীত বুমরাদের দেওয়া হয়েছে পুরনো উইকেট। কী ভাবে তৈরি হচ্ছে ভারত?
বড়দিনের পরেই আইএসএলে নামছে মোহনবাগান। গত ম্যাচে এফসি গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। এ বার দিল্লিতে খেলতে হবে পঞ্জাব এফসি-র সঙ্গে। থাকছে আইপিএলের খবর, ভারত-ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের এক দিনের ম্যাচ।
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ় বিতর্কে জমজমাট, সব খবর
পরশু থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। ‘বক্সিং ডে’ টেস্টের আগে নানা কারণে বিতর্ক তৈরি হয়েছে। সুযোগ বুঝে রবীন্দ্র জাডেজা, আকাশ দীপ এমনকি বিরাট কোহলিকেও নানা ভাবে বিতর্কে জড়িয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। অনুশীলনের পিচ নিয়েও উঠছে প্রশ্ন। প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের প্রস্তুতির জন্য যেখানে নতুন, তাজা উইকেট দেওয়া হয়েছে, সেখানে রোহিত শর্মা-যশপ্রীত বুমরাদের জন্য ব্যবস্থা করা হয়েছে পুরনো উইকেট। এই অবস্থায় কী ভাবে তৈরি হচ্ছে ভারত? মেলবোর্নের সব খবর।
বড়দিনের পরেই মোহনবাগানের খেলা, বছরের শেষ ম্যাচে নামার আগে কী ভাবে প্রস্তুতি সারছে
বড়দিনের পরেই আইএসএলে নামছে মোহনবাগান। গত ম্যাচে এফসি গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। এ বার আরও একটি কঠিন অ্যাওয়ে ম্যাচ। দিল্লিতে গিয়ে খেলতে হবে পঞ্জাব এফসি-র সঙ্গে। পয়েন্ট তালিকায় এখনও শীর্ষেই রয়েছে বাগান। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ২৪। পঞ্জাবের মুখোমুখি হওয়ার আগে কী বলছেন কোচ হোসে মোলিনা?
আইপিএলে স্বার্থত্যাগ রাজস্থান অধিনায়কের, আর কী খবর
বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ়ের পাশাপাশি ক্রিকেটে চলছে আইপিএলের প্রস্তুতিও। সঞ্জু স্যামসন যেমন জানিয়েছেন তাঁর দল রাজস্থান রয়্যালসের প্রস্তুতির খবর। পরের বছর আর তিনি উইকেট কিপিং করবেন না। ধ্রুব জুরেলের কেরিয়ারের কথা ভেবে তিনি তাঁকে এই জায়গা ছেড়ে দিচ্ছেন। থাকছে আইপিএলের সব খবর।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ হরমনপ্রীতের দলের
আজ সিরিজ় জয়ের সুযোগ ভারতের মেয়েদের সামনে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন হরমনপ্রীত কউর-স্মৃতি মন্ধানারা। প্রথম ম্যাচে ২১১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। আজ খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।