গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আরজি কর: আবার তদন্ত চেয়ে মামলা বাবা-মায়ের, শুনানি কলকাতা হাই কোর্টে
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় ‘ট্রায়াল’ চলছে। এমতাবস্থায় সিবিআই তদন্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। তাদের বক্তব্য, অনেক প্রশ্নের উত্তর অধরাই রয়ে গিয়েছে ওই তদন্তকারী সংস্থার তদন্তে। গত বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। ওই দিন মামলা সংক্রান্ত নথি সিবিআইকে নিয়ে যেতে বলেছে হাই কোর্ট। আজ এই মামলার শুনানি রয়েছে। হাই কোর্ট কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।
বাঘিনি জ়িনত কোথায়, কী করছে বন দফতর
সোমবারও ধরা পড়েনি জ়িনত। শনিবার রাতে ঝাড়গ্রামের তেলিঘানার জঙ্গল থেকে বনপথে প্রায় ১২-১৫ কিলোমিটার পাড়ি দিয়ে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে হাজির হয়েছিল সে। রবিবার দিনভর সেখানেই লুকিয়ে ছিল বাঘিনি। বন দফতরের আশঙ্কা ছিল, রবিবার রাতেই হয়তো সে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের দিকে চলে যেতে পারে। তার সম্ভাব্য সমস্ত রাস্তায় রাতভর নজরদারিও চালায় বন দফতর। কিন্তু রবিবার রাত তো দূর, সোমবারও জ়িনতের গতিবিধি রাইকা পাহাড়েই সীমাবদ্ধ ছিল। আজ সে ধরা পড়বে কি?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
দোরগোড়ায় ট্রাম্প-জমানা, আমেরিকা সফরে জয়শঙ্কর
ছয় দিনের সফরে মঙ্গলবার আমেরিকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি। আগামী মাসেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে জয়শঙ্করের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ছ’দিনের সফরে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি, আমেরিকায় ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসের কর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। আমেরিকায় ট্রাম্পের দ্বিতীয় জমানা শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার আগে সে দেশে থাকা ভারতীয় কূটনীতিকদের জয়শঙ্কর কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে এই সফরকালে।
বড়দিনের আগে বৃষ্টি! শহরে ঠান্ডা কমবে কি
আজ হালকা বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। আগামী চার দিন রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ২৭ ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা নামতে পারে।
মন্দারমণিতে তৃণমূল নেতা খুনের তদন্ত কোন পথে
মন্দারমণির হোটেল থেকে আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের দেহ উদ্ধারের পর তিন দিন কেটেছে। আবুলের বান্ধবী ও বন্ধুকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। পাঁচ দিনের পুলিশি হেফাজতে যাওয়া ধৃত বান্ধবী এবং বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় ধৃতদের। তাতে অভিযুক্ত বান্ধবী জানিয়েছেন আবুলের সঙ্গে তাঁর মামার ঘনিষ্ঠতার কথা। ওই ‘মামু’ কি তৃণমূল নেতার মৃত্যুর সঙ্গে কোনও ভাবে জড়িত? কোন পথে তদন্ত, নজর থাকবে আজও।