সেরা: চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে প্রিয়াংশু। রবিবার। বাই টুইটার
ভারতীয় ব্যাডমিন্টনে নতুন এক তারার উদয় হল রবিবার। ফ্রান্সে অলেয়ঁ মাস্টার্স ব্যাডমিন্টনের সুপার ৩০০ খেতাব জিতলেন ২১ বছরের প্রিয়াংশু রাজাওয়াত। ফাইনালে হারালেন ডেনমার্কের ম্যাগনাস জোহানসেনকে। ফল প্রিয়াংশুর পক্ষে ২১-১৫, ১৯-২১, ২১-১৬।
সুপার ৩০০ প্রতিযোগিতায় এটাই প্রিয়াংশুর প্রথম খেতাব।গত বছর টমাস কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রিয়াংশু। রবিবার খেতাব জিতে তিনি বলেছেন, ‘‘একটা খেতাবেই থেমে থাকতে চাই না। এই ছন্দ ধরে রেখে আরও অনেক ট্রফি জিততে হবে। সে ভাবেই নিজেকে তৈরি করব এ বার।’’
রবিবারের তিন গেমের ফাইনাল চলে ৬৮ মিনিট। প্রথম গেমে ৯-৭ পয়েন্টে এগিয়ে যাওয়ার পরে ব্যাকহ্যান্ড শট, স্ম্যাশ মেরে প্রিয়াংশু প্রতিপক্ষ ম্যাগনাসকে কোণঠাসা করে ফেলেন। দ্বিতীয় গেমে দারুণ ভাবে ফিরে আসেন ডেনমার্কের খেলোয়াড়। এগিয়ে যান ১৪-৯ ফলে। প্রিয়াংশু লড়াইয়ে ফিরে এলেও একের পর এক ভুল করে গেম উপহার দেন ম্যাগনাসকে।নির্ণায়ক তৃতীয় গেমে প্রিয়াংশু ৭-২ এগিয়ে যাওয়ার পর ম্যাগনাস আক্রমণাত্মক খেলে ৭-৮ করেন। এক সময় ফল ৯-৯ হয়ে যায়। কিন্তু পরপর দুই উইনার মেরে ম্যাচ নিজের অনুকূলে নিয়ে আসেন প্রিয়াংশু। পরে র্যালিতে চার পয়েন্টে এগিয়ে যান। দৃষ্টিনন্দন শটে সাতটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তুলে নেন প্রিয়াংশু।