Prithvi Shaw

টেস্ট দলে ফিরলেন পৃথ্বী, একদিনের দলে রোহিতের বদলি ময়াঙ্ক

রোহিত শর্মার চোটই পৃথ্বীর কাছে টেস্ট স্কোয়াডে ফেরার সুযোগ এনে দিল। আবার, একই ভাবে রোহিতের চোট ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ এনে দিল ময়াঙ্ক আগরওয়ালের সামনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৫
Share:

দু’বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা পৃথ্বী-গিল টেস্ট স্কোয়াডে আছেন ওপেনার হিসেবে। ছবি টুইটার থেকে নেওয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ জনের টেস্ট স্কোয়াডে এলেন পৃথ্বী শ। চোট সারিয়ে টেস্টের স্কোয়াডে ফিরেছেন জশপ্রীত বুমরা। ইশান্ত শর্মাও আছেন স্কোয়াডে, তবে তিনি ফিট থাকলে তবেই যুক্ত হবেন।

Advertisement

রোহিত শর্মার চোটই পৃথ্বীর কাছে টেস্ট স্কোয়াডে ফেরার সুযোগ এনে দিল। আবার, একই ভাবে রোহিতের চোট ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ এনে দিল ময়াঙ্ক আগরওয়ালের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দলে এলেন কর্নাটকি। যা শুরু হচ্ছে বুধবার থেকে।

পাশাপাশি, শুভমন গিলের টেস্ট অভিষেকের সম্ভাবনাও উজ্জ্বল করল রোহিতের চোট। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডেও ছিলেন শুভমন। কিন্তু, কোনও ম্যাচ খেলেননি। তাই সম্ভবত তাঁকেই কিউয়িদের দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওপেন করতে দেখা যাবে ময়াঙ্কের সঙ্গে। টেস্টে দ্বিতীয় ওপেনার হিসেবে গিলের সঙ্গে লড়াই পৃথ্বীর। ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার জন্য আট মাস নির্বাসিত ছিলেন পৃথ্বী। তার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: পায়ে চোট, নিউজিল্যান্ড সফর শেষ রোহিতের?​

আরও পড়ুন: বিরাটের নেতৃত্ব ইমরানের পাকিস্তানকে মনে করাচ্ছে, বলছেন ভারতের প্রাক্তন তারকা​

টেস্ট দলে রয়েছেন পেসার নবদীপ সাইনি। যিনি এখনও অভিষেক ঘটাননি পাঁচদিনের ফরম্যাটে। স্কোয়াডে নেই চায়নাম্যান কুলদীপ যাদব। ভারতীয় দলে রয়েছেন দুই স্পিনার, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে নিজের জায়গা ধরে রেখেছেন ঋষভ পন্থ।

মঙ্গলবার সকালে ঘোষিত হওয়া ভারতের টেস্ট স্কোয়াড এমন— বিরাট কোহালি(অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জশপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নবদীপ সাইনি, ইশান্ত শর্মা (ফিট হলে তবেই)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement