বিজয় হজারেতে দ্বিশতরানের পর এ বার শতরান। ছন্দে রয়েছেন পৃথ্বী। ছবি - টুইটার
ঝড় তুললেন। সেই সঙ্গে পৃথ্বী শ ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলীর রেকর্ড। বিজয় হজারে ট্রফিতে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেললেন তিনি। ঘরোয়া এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (লিস্ট এ ক্রিকেট) মিলিয়ে এটি রান তাড়া করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। কোহলী এবং ধোনি দুজনেরই ১৮৩ রানের ইনিংস রয়েছে। সেই দুটি অবশ্য আন্তর্জাতিক ম্যাচে।
মঙ্গলবার বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে রান তাড়া করতে নেমে মুম্বই অধিনায়ক পৃথ্বী সৌরাষ্ট্রর বিরুদ্ধে ১২৩ বলে অপরাজিত ১৮৫ রান করেন। ধোনি ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে রান তাড়া করে অপরাজিত ১৮৩ রান করেছিলেন। কোহলী ২০১২ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরদ্ধে ১৮৩ রান করে ভারতকে ৬ উইকেটে জিতিয়েছিলেন। দুজনকেই ছাপিয়ে গিয়ে পৃথ্বী মুম্বইকে সেমি ফাইনালে তোলেন।
পৃথ্বীর ইনিংসে ২১টি চার, ৭টি ছয় রয়েছে। তিনি এবং যশস্বী জয়সওয়াল প্রথম উইকেটে ২৩৮ রান তুলে ফেলেন। যশস্বী ১০৪ বলে ৭৫ রান করেন।