tennis

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রেমজিৎ লাল আমন্ত্রণমূলক টেনিস প্রতিযোগিতা

পঞ্চম বর্ষের প্রেমজিৎ লাল আমন্ত্রণমূলক টেনিস প্রতিযোগিতা হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৮
Share:

ফাইল চিত্র

পঞ্চম বর্ষের প্রেমজিৎ লাল আমন্ত্রণমূলক টেনিস প্রতিযোগিতা হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতা হবে সল্টলেকের জয়দীপ মুখোপাধ্যায় টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে। সদ্য প্রয়াত প্রাক্তন ডেভিস কাপ খেলোয়াড় আখতার আলির নামে ‘আখতার আলি স্ট্যান্ড’ –ও উদ্বোধন হবে ওই দিন। অনূর্ধ্ব ১৮ স্তরে আট জন এই প্রতিযোগিতায় অংশ নেবে।

Advertisement

এই প্রতিযোগিতার বিজয়ী পাবে ১৩ হাজার টাকা। রানার-আপ পাবে ১০ হাজার টাকা। শেষ চারে যাওয়া সকল প্রতিযোগী পাবে ৭০০০ টাকা। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী পাবে ৪০০০ টাকা করে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিধাননগরের পুর প্রশাসক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। উপস্থিত থাকবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতনি শ্রীমতী অদিতি মুখাপাধ্যায়। এই প্রতিযোগিতায় যোগ দেবে ওয়েট ও ব্রায়েন, শিভম খান্না, স্মরনাভ ঘোষ, আমান ওয়াসিম, সাগ্নিক বসু, রোহন অগরওয়াল, কেসভ গোয়াল ও মহম্মদ আরিব আফজল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement