তিনি সতর্ক, তাই প্রথম টেস্ট অনায়াসে জিতেও ভারতকে এতটুকু হালকা ভাবে নিতে রাজি নন।
India vs England 2021

পন্থের পিটুনি খেয়ে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন ইংরেজ স্পিনার

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৫
Share:

প্রথম টেস্টে পন্থ ব্যপক মেরেছিলেন লিচের বলে। ছবি পিটিআই

প্রথম টেস্টের প্রথম ইনিংসে জ্যাক লিচকে বেধড়ক পিটিয়েছিলেন ঋষভ পন্থ। এরপরেই ইংরেজ স্পিনার ভেবেছিলেন, এ বার হয়তো তাঁকে খেলা ছাড়তে হবে। নিজের কলামেই লিচ এ কথা লিখেছেন।

Advertisement

লিচের কথায়, “তৃতীয় দিন আট ওভারে ৭৭ রান খাওয়ার পর মনে হচ্ছিল, ক্রিকেট আর খেলতে পারব তো! তবে দ্বিতীয় ইনিংসে ফিরে এসে ভাল ভাবে বল করে আমি খুশি। ২২৭ রানে জেতার পর কে ভাবতে পেরেছিল, এ রকম একটা কঠিন সময় গিয়েছে আমাদের!”

লিচ সতর্ক, তাই প্রথম টেস্ট অনায়াসে জিতেও ভারতকে এতটুকু হালকা ভাবে নিতে রাজি নন তিনি। বরং তাঁর ধারণা, দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করতে পারে ভারত। লিচ জানিয়েছেন, সব দিক থেকে তৈরি থাকতে হবে তাঁদের।

Advertisement

কলামে লিচ লিখেছেন, “ঘরের মাঠে ভারতের সাম্প্রতিক রেকর্ডটা দেখুন। ৩৪ ম্যাচে ২৮ জয় এবং পাঁচ ড্র। আমরা জানতাম প্রবল লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ বার আমাদের শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে ভারত সিরিজে ফিরতে না পারে।”

লিচের সংযোজন, “ভারত বাকি সব দলের থেকে আলাদা। লড়াই করে ফিরে আসতে ওদের জুড়ি নেই। তাই আমাদের তৈরি থাকতে হবে এবং অনুশীলনে রোজ উন্নতি করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement