Sourav Ganguly

চেন্নাই পৌঁছে গেলেন সৌরভ, শুক্রবার মাঠে বসে কোহলী-রোহিত লড়াই দেখার সম্ভাবনা

শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ০০:১৫
Share:

ফাইল চিত্র।

আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে বৃহস্পতিবার চেন্নাই পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ম্যাচ দেখে সেদিনই ফিরে আসার কথা তাঁর। এরপর আবার খেলা দেখতে যাবেন তিনি।

Advertisement

শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রোহিত শর্মা ও বিরাট কোহলীর এই লড়াই দেখতে চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে থাকার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির।

যা জানা গিয়েছে, শুক্রবার রাতেই কলকাতায় ফিরে আসার কথা সৌরভের। শনিবার তাঁর বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। সেদিন তাঁর ভোট দেওয়ার কথা। এরপর আবার কবে আইপিএল-এর ম্যাচ দেখতে যাবেন, তা এখনও ঠিক করেননি। তবে আরও কয়েকটি ম্যাচ তিনি দেখতে যেতে পারেন বলে জানা গিয়েছে।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে আমদাবাদের মোতেরায় উদ্বোধনী ম্যাচে থাকবেন বলে প্রথমে জানালেও শেষ পর্যন্ত যেতে পারেননি তিনি। তবে পরে ভারত-ইংল্যান্ড সিরিজের ম্যাচ মাঠে গিয়ে দেখেছিলেন সৌরভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement