saina nehwal

মুক্তি পেল সাইনা বায়োপিকের দ্বিতীয় পোস্টার, নেট মাধ্যমে উচ্ছ্বাস

প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর নেট মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ২১:৫৬
Share:

নতুন পোস্টারে ইতিবাচক সাড়া পেলেন অভিনেত্রী।

রবিবার মুক্তি পেল সাইনা বায়োপিকের দ্বিতীয় পোস্টার। প্রথম পোস্টার মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রবল সমালোচনার মুখে পড়লেও এ বার কিন্তু সবাই প্রশংসা করেছেন। নতুন এই পোস্টারে একেবারে সাইনা নেহওয়ালের মতো কোর্টে র‍্যাকেট হাতে পোজ দিয়েছেন অভিনেত্রী। আগামী ২৬ মার্চ মুক্তি পাচ্ছে সাইনার বায়োপিক। প্রথমে তাপসী পান্নুকে এই চরিত্রের জন্য বাছা হলেও পরে সুযোগ পান পরিণীতি চোপড়া। পরিচালক হলেন অমল গুপ্তে।

Advertisement

তবে প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর নেটমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। ট্রোল করা হয়েছিল সিনেমার নামভূমিকায় থাকা অভিনেত্রী পরিণীতিকেও। সেই পোস্টারে দেখা যাচ্ছিল, শাটল কককে আকাশে ছুড়ে সার্ভ করতে যাচ্ছেন এক ব্যাডমিন্টন খেলোয়াড়। এ ভাবে সার্ভ টেনিসে দেখা গেলেও ব্যাডমিন্টনে তা নিষিদ্ধ। ফলে সাইনার এ রকম সার্ভ করার কোনও প্রশ্নই নেই। তবে এ বার পুরনো ভুল শুধরে শেষ মুহূর্তের প্রচারে নেমে পড়েছেন রুপোলী পর্দার সাইনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement