Abhijeet Bhattacharya

‘খুব অগোছালো ভাবে কাজ করে’, রহমানকে নিয়ে বিস্ফোরক অভিজিৎ

“সৃজনশীলতার নামে যদি রাত্রি ৩:৩৩ নাগাদ গান রেকর্ড করতে বলে, এর অর্থ বুঝি না আমি!” রহমানের সমালোচনায় অভিজিৎ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:৪৭
Share:

কেন রহমানের সমালোচনা করলেন অভিজিৎ? ছবি: সংগৃহীত।

বলিউডে প্রায় ৬ হাজার গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। কিন্তু এ আর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছেন সঙ্গীতশিল্পী। নিছক কাকতালীয় বিষয় নয়, সচেতন ভাবেই রহমানের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। কা্রণ, রহমানের কাজ করার পদ্ধতির সঙ্গে সহমত পোষণ করেন না তিনি। একটি সাক্ষাৎকারে রহমান প্রসঙ্গে তিনি বলেন, “নিয়মিত সময়ে কাজ করার অভ্যেস নেই ওদের। ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত আমি। এ বার সৃজনশীলতার নামে যদি রাত্রি ৩:৩৩ নাগাদ গান রেকর্ড করতে বলে, এর অর্থ বুঝি না আমি!”

Advertisement

সেই সময় প্রথম সারির সুরকার অনু মালিক, আনন্দ-মিলিন্দ, যতিন-ললিতের ‘ডাবিং’ করছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই রহমানের সঙ্গে এক দিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন অভিজিৎ। কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের দেখা নেই!

সারা ক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালে রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত ২টো নাগাদ স্টুডিয়োয় যাওয়ার ডাক পান অভিজিৎ। কিন্তু হোটেলে পৌঁছে দেখেন, রহমান সেখানে নেই। রহমানের সহকারী দায়িত্বে ছিলেন। তিনিই অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। যদিও যে ছবির গান, সেই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পুরো বিষয়টি নিয়ে একাধিক বার রহমানের কাছে জানতে চান অভিজিৎ। কিন্তু রহমানের তরফে কখনও সদুত্তর মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement