Shooting World Cup

পিস্তল হাতে বিশ্বকাপে জোড়া সোনা ভারতের পুরুষ ও মহিলাদের

এখনও পর্যন্ত শুটিং বিশ্বকাপে আটটি পদক পেয়েছে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৮:৩২
Share:

সোনা জিতলেন মনু ভাকেররা ফাইল ছবি

একই দিনে জোড়া সাফল্য। মহিলা দলের পর শুটিং বিশ্বকাপে সোনা পেল পুরুষদের দলও। ১০ মিটার এয়ার পিস্তলে এসেছে দুটি সোনা। নয়াদিল্লিতে চলা শুটিং বিশ্বকাপে আপাতত আমেরিকাকে টপকে শীর্ষে চলে গেল ভারত।

Advertisement

মহিলাদের দলে ছিলেন মনু ভাকের, যশস্বিনী সিংহ দেসওয়াল এবং শ্রী নিবেতা পরমঅনন্তম। প্রতিপক্ষ পোল্যান্ডের খেলোয়াড়দের অনায়াসেই হারিয়ে দেন তাঁরা। পুরুষ দলে ছিলেন সৌরভ চৌধুরি, শাহজার রিজভি এবং অভিষেক ভার্মা। তাঁরা ভিয়েতনামের শুটারদের হারিয়েছেন ১৭-১১ পয়েন্টে।

তার আগে পুরুষদের এয়ার রাইফেল ইভেন্টে ভারতের ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, দীপক কুমার এবং পঙ্কজ কুমার রুপো পান। মহিলাদের এয়ার রাইফেল দল চতুর্থ স্থানে শেষ করেছে।

Advertisement

সব মিলিয়ে এখনও পর্যন্ত শুটিং বিশ্বকাপে আটটি পদক পেয়েছে ভারত। এর মধ্যে রয়েছে তিনটি সোনা। দ্বিতীয় স্থানে আমেরিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement