rishabh pant

সিডনি টেস্টে পেনকিলার আর ঘুমের ওষুধ সঙ্গী ছিল পন্থের

সিডনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ঘুমের ওষুধ আর পেনকিলার খেতে হয়েছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৬:০৭
Share:

পেনকিলার আর ঘুমের ওষুধ নিয়ে সিডনি টেস্টে ব্যাট করেছিলেন পন্থ। ছবি টুইটার।

গাব্বায় ৮৯ রান করে ভারতকে ঐতিহাসিক টেস্ট জেতান ঋষভ পন্থ। সিডনি টেস্ট বাঁচানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯৭ রান করেন তিনি। সেই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করার সময় প্যাট কমিন্সের বাউন্সারে কনুইয়ে চোট পান পন্থ। উইকেট রক্ষাও করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ঘুমের ওষুধ আর পেনকিলার খেতে হয়েছিল তাঁকে। ম্যাচ বাঁচানোর সেই ইনিংস খেলেও আক্ষেপ পন্থের গলায়।

Advertisement

এক সর্বভারতীয় ইংরেজি দৈনিককে তিনি বলেন, ‘‘আমি আরও কিছুটা সময় ক্রিজে থাকলে ম্যাচটা হয়ত আমরা জিততেও পারতাম। পেনকিলার আর ঘুমের ওষুধ খেয়েছিলাম। এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। এই ইনিংস থেকে শিক্ষা নিয়েই ব্রিসবেনে আমি শেষ অবধি ব্যাটিং করে গেছি। ’’

সিডনি টেস্টে ৪০৭ রান তাড়া করতে নেমে ১০২ রানেই ৩ উইকেট হারায় ভারত। এরপর পন্থ নেমে আক্রমানত্মক ইনিংস খেলে ৯৭ করেন। তিনি আউট হওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী ব্যাট করে টেস্ট ড্র করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement