Washington Sundar

চিকেন বিরিয়ানি আর আদর দিয়ে মাথায় তুলে রেখেছে মা: ওয়াশিংটন

বাড়ি ফেরার পর থেকে মাথায় তুলে রেখেছে মা। দু একদিনের মধ্যে আমি ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৪:২৮
Share:

ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করছেন ওয়াশিংটন। ছবি টুইটার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ঘরে ফেরার পর মায়ের হাতে চিকেন বিরিয়ানি খেয়েছেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। তবে, আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্যও নিজেকে তৈরি করছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন বলেন, ‘‘বাড়ি ফেরার পর থেকে মাথায় তুলে রেখেছে মা। দু একদিনের মধ্যে আমি ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব।’’

Advertisement

ব্রিসবেন টেস্টে অভিষেক ঘটিয়েই দারুণ পারফর্ম করেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। ৪ উইকেট নেওয়ার পাশাপাশি মোট ৮৪ রানও করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন ওয়াশিংটন। গুরুত্বপূর্ণ সময়ে ২২ রান যোগ তিনি। পন্থের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘‘আমি আর ঋষভ অনেকদিন অনুর্দ্ধ-১৯ দলে খেলেছি, আর সেটা এই জুটি তৈরি করতে আমাদের সাহায্য করেছে। ও দারুণ ব্যাট করছিল, আর সেটাই আমাদের ম্যাচে নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছিল। আমি যখন ব্যাট করতে নামি তখন আমাদের ৫০ রান করতে হত। আমি জানতাম আমরা যদি ২৫-৩০ রান করে ফেলতে পারি, ওরা চাপে পড়বে। আমাদের ম্যাচ জেতাও সহজ হবে। আমরা ঠিক সেটাই করেছি।’’

ঐতিহাসিক টেস্ট জয়ের মুহূর্ত নিয়ে তিনি বলেন, ‘‘ঋষভ যখন শেষ চারটা মারল তখনকার অনুভূতি ছিল আমার জীবনের সেরা। আর যখন আমি ভারতের পতাকা নিয়ে গাব্বার মাঠে হাঁটছিলাম তখনকার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’’

Advertisement

এই ম্যাচ জয়ের কৃতিত্ব অধিনায়ক অজিঙ্ক রাহানে ও কোচ রবি শাস্ত্রীকে দিচ্ছেন তিনি। ওয়াশিংটন বলেন, ‘‘রবি শাস্ত্রী আমাদের সবসময় আত্মবিশ্বাস দিয়েছেন। আর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে দারুণ কাজ করেছে। ড্রেসিংরুমে রোহিত শর্মাও আমাদের খুব সাহায্য করেছে।’’

এই ম্যাচে ৩ উইকেটে জিতে বর্ডার-গাওস্কর ট্রফি ফের জিতে নেয় ভারত। ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক জয় পায় ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement